এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করার সহজ উপায়

চিত্রঃ  পাশ করার নিয়ম।


 প্রথমত বিজ্ঞান বিষয়ে আছে ব্যবহারিক যা অন্য কোনো গ্রুপে নেই। তাই বিজ্ঞান বিভাগে পাস করলেই B গ্রেড পাওয়া যায় 


। সৃজনশীল প্রশ্নে ৫০ নম্বরের মধ্যে ১৭,ও MCQ তে ২৫ এর মধ্যে ৮ পেলেই পাস।১৭+৮=২৫ ও ব্যবহারিকে ২৫ তাহলে মোট হয় ৫০,আর ৫০ পাইলেই তো B গ্রেড।


 তাহলে পাস করলেই যদি B গ্রেড হয়,আর একটু চেষ্টা করলেই ইনশাআল্লাহ A গ্রেড পাওয়া যাবে। আর যে শিক্ষার্থী ভাই ও বোনেরা নিয়ম মাফিক নিয়মিত পড়াশোনা করবে ইনশাআল্লাহ আল্লাহতা'আলা তাকে উত্তম বদলা দান করবে। 


যে শিক্ষার্থী চেষ্টা করে সে কখনোই ব্যর্থ হয়না।কারন মাজলুম কে আল্লাহতা'আলাও সাহায্যে করে।

তাই একটু ভালো করে নিয়মিত পড়ালেখা করলে A+ পাওয়া ও কঠিন কোনো ব্যপার না। 


পড়ালেখায় প্রত্যেকটি শিক্ষার্থীর প্রয়োজন ধর্য্য ও অধ্যবসায়। যে শিক্ষার্থীর ধর্য্য ও অধ্যবসায় বেশি  সেই শিক্ষার্থীই জীবনে বেশি সফলতা অর্জন করে। তাই আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের উচিত ধর্য্য ও চেষ্টা ধারণ করা। 


Post a Comment

0 Comments