অবশ্যই সম্পন্ন লেখাটি পড়বে বুঝতে সুবিধা হবে।
আসসালামু আলাইকুম, "☞
কিভাবে কম পড়ে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়!
১.শিক্ষার্থীকে অবশ্যই মনোযোগী হতে হবে।
২.শিক্ষার্থীকে রুটিন মাফিক পড়া-লেখা করতে হবে।
৩.পড়ালেখায় কখনো চাপ নেয়া যাবে না।
৪.তার অবশ্যই সৃজনশীলতা অবলম্বন করতে হবে।
৫. অবশ্যই নামাজ পড়তে হবে।
৬.নিজেকে কখনো ছোট ভাবা যাবে না।
৭.সর্বদা চেষ্টা করতে হবে।
৮.যারা ফ্রী ফায়ার এবং পাবজি খেলে তাদের রুটিন মাফিক খেলতে হবে।
৯.মন স্থির রেখে পড়াশোনা করতে হবে।
১০.কঠিন বিষয়গুলো চেষ্টা করতে হবে এবং সহজ বিষয় গুলো ভালো করে পড়তে হবে।
☞শিক্ষার্থীকে অবশ্যই মনোযোগী হতে হবে।
যে শিক্ষার্থী যত বেশি মনোযোগী, সে শিক্ষার্থী তত বেশি সফলতার মুখ দেখে।
তাই আমাদের প্রতিটি ছাত্র-ছাত্রীর উচিত , শিক্ষকের বা নিজের পড়া কে মনোযোগ সহকারে পড়া। এবং শিক্ষক যা ক্লাসে পড়ায় তা মনোযোগ সহকারে শোনা।
কোনো কাজ কে অবহেলা না করা। এবং নিজের পড়ার পাশাপাশি স্যারের পড়াকে কে খুব মনোযোগ সহকারে শোনা। কারন, যে স্টুডেন্ট টির্সারের ক্লাস নেওয়াকে পড়া কে মনোযোগ সহকারে শুনবে, সে স্টুডেন্ট আর যাক পরীক্ষায় ফেল করবে না অবশ্যই পাশ করবে।এটাই সৃষ্টি কর্তা মনোযোগের ফল হাতেনাতে দিবে।
শিক্ষার্থীকে রুটিন মাফিক পড়া-লেখা করতে হবে।
যে শিক্ষার্থী পড়ালেখার জন্য একটা সহজ সরল প্রানবন্ত রুটিন তৈরি করে সে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল বা জিপিএ অর্জন করতে পারবে।
তাই প্রতিটি আর্দশ বা আইডিয়াল স্টুডেন্ট দের উচিত একটা সহজ-সচ্ছ পড়ালেখার রুটিন তৈরি করা। যে রুটিনে থাকবে শিক্ষার্থীর সারা দিনের চলাফেরা, কাজকর্ম, লেখাপড়া, খাওয়া-দাওয়া,নামাজ আদায় করা, ইত্যাদি বিষয় গুলো যা দৈনন্দিন চলাফেরার জন্য লাগে।
√♥√পড়ালেখায় কখনো চাপ নেয়া যাবে না√♥√
আমাদের প্রতিটি শিক্ষার্থীর অবশ্যই কখনোই পড়ালেখায় চাপ নেওয়া যাবে না। চাপ ফ্রি হয়ে আমরা সবাই লেখা পড়ে করবো। তাহলে কম সময়ে অতি দ্রুত বেশি বেশি পড়া নিজের ব্রেনের মেমোরি তে সংরক্ষণ করতে পারবো।
ইনশাআল্লাহ এ বিষয়গুলো মানলে অবশ্যই বেশি নাম্বার পাওয়া যাবে।
4 Comments
Good
ReplyDeleteদাদা, এই পোষ্ট পড়ে আমার জীবন বদলে গেছে! এরকম পোষ্ট আরো চাই💚💚💚
ReplyDeleteধন্যবাদ আপনাকে ইতিবাচক কমেন্ট করার জন্য।
DeleteThank you দাদা তোমার মূল্যবান কমেন্টের জন্য
ReplyDelete