লেখাটি সবাই সম্পন্ন পড়বেন
তাহলে বুঝতে সুবিধা হবে।
আসসালামু আলাইকুম,
জুম্মার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল যা আমরা আদায় করতে পারলে আল্লাহ তায়ালা ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। আমল হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া এটি আদায় করলে আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তায়ালা।
জুম্মার দিনে ৫ টি গুরুত্বপূর্ন আমল☞♥
১.হাত-পায়ের নক কাটা ও সুন্নাতি উপায়ে গোসল করা।
২.মসজিদে আগে যাওয়া। কারন,যে ব্যাক্তি মসজিদে আগে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়ার দান করবেন।
৩.মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া এবং বেরিয়ে আসার সময় দোয়া পড়া।
৪.মনোযোগ সহকারে খুতবা শোনা। কারন,খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনার সময় কথা না বলা।
৫.সুন্দর ভাবে ঈমামের পিছনে নামাজ আদায় করা।
২.মসজিদে আগে যাওয়া। কারন,যে ব্যাক্তি মসজিদে আগে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়ার দান করবেন।
৩.মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া এবং বেরিয়ে আসার সময় দোয়া পড়া।
৪.মনোযোগ সহকারে খুতবা শোনা। কারন,খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনার সময় কথা না বলা।
৫.সুন্দর ভাবে ঈমামের পিছনে নামাজ আদায় করা।
☞#জুম্মার দিন হলো সপ্তাহের মধ্যে সব সবচেয়ে উত্তম একটি দিন। কারন আল্লাহ তায়ালা এই দিনই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং এই দিনেই কিয়ামত দিয়ে পৃথিবী ধ্বংস করবেন।
☞# জুম্মার দিনে আল্লাহ তায়ালা আদম (আঃ) কে সৃষ্টি করেছিলেন।
☞# এই দিনেই ইসরাফিল ফেরেস্তা শিঙ্গায় ফু দিবেন।
জুম্মার দিনে হলো একটা গুরুত্বপূর্ণ দিন। কারন এই দিনে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন।
আর দোয়া কবুলের সময় টি হলো আছরের নামায থেকে মাগরিবের নামাজ পযন্ত।
এই দিনে একটি গুরুত্বপূর্ণ দোয়া ৮০ বার পড়তে হয় তাহলে আল্লাহ তায়ালা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন আল্লাহ তায়ালা, ও অনেক নেয়ামত ও ফযিলত দান করেন মুমিন দের।
দোয়া টি আছরের নামায পড়ে বা পড়ার পর নামাজের স্থান থেকে পড়লে নেকী অনেক বেশি পাওয়া যায়।
দোয়াটি হলো ☞
বাংলা উচ্চারনঃ
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদীনিন নাব্যিয়ীল উম্মিয়ী ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাছলিমা।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
1 Comments