এসএসসি মোট ১২ টি বিষয়
প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে অনেকেই জানে না তাদের প্রত্যেকটা বিষয়ে কত মার্ক পেলে পাশ।আগে জানতে হবে তার পরে পড়তে হবে। আরে ভাই আপনি যদি নাইই জানেন কত পেলে পাশ, কত পেলে প্লাস তাহলে আপনি পাশই বা করবেন কিভাবে আর ভালো ফলাফলই বা করবেন কিভাবে। তাই আগে পুরো বিষয়টা জানতে হবে, তারপরে আপনি পড়ুন আপনার আখের ভালোই হবে খারাপ নেয়।
তাই এই পোস্টটা আজ তাদেরই জন্য যারা পরিক্ষা এসে যায় কিন্তুু কোনো নিয়মকানুন জানে না।
আবশ্যিক বিষয় সমূহ
১.বাংলা প্রথম পত্র
২.বাংলা দ্বিতীয় পত্র
৩.ইংরেজি প্রথম পত্র
৪.ইংরেজি দ্বিতীয় পত্র
৫.সাধারণ গণিত
৬.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭.ইসলাম ও নৈতিক শিক্ষা /হিন্দু ধর্ম
গ্রুপ এর বিষয় সমূহ,
বিজ্ঞান বিভাগ
১.রসায়ন
২.পদার্থবিজ্ঞান
৩.জীববিজ্ঞান
৪.বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৫.উচ্চতর গণিত /কৃষি শিক্ষা
➤প্রত্যেকটা বিষয়ে পাশ মার্ক
=>বাংলা ২টা বিষয় মিলে টিকে ১০+১০=২০ ও লেখায় ২৩+২৩=৪৬ মোট ৬৬ পেলেই পাশ।
=>ইংরেজিতে কোনো নিয়ম নেই, ডাইরেক্ট ৬৬ পেলেই পাশ।
=>সাধারণ গনিতের টিকে ১০ ও লেখায় ২৩ মোট ৩৩ পেলেই পাশ।
=>তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১৭ পেলেই পাশ।
=>ইসলাম ও নৈতিক শিক্ষায় টিকে ১০ ও লেখায় ২৩ মোট ৩৩ পেলেই পাশ।
=>হিন্দু ধর্মতে ১০ ও ২৩ মোট ৩৩ পেলেই পাশ।
☞এখন আসা যাক বিজ্ঞান বিভাগে
=>রসায়নে টিকে ৮ ও লেখায় ১৭, ব্যাবহারিকে ৮ মোট ৩৩ পেলেই পাশ।
=>পদার্থ বিজ্ঞানে টিকে ৮ ও লেখায় ১৭, ব্যাবহারিকে ৮ মোট ৩৩ পেলেই পাশ।
=>জ্ঞীব বিজ্ঞানে টিকে ৮ ও লেখায় ১৭, ব্যাবহারিকে ৮ মোট ৩৩ পেলেই পাশ।
=>উচ্চতর গনিতে টিকে ৮ ও লেখায় ১৭,ব্যাবহারিকে ৮ মোট ৩৩ পেলেই পাশ।
=>কৃষি শিক্ষায় টিকে ৮ ও লেখায় ১৭,ব্যাবহারিকে ৮ মোট ৩৩ পেলেই পাশ।
পরিশেষে বলা যায় যে মার্কের দিকে তাকিয়ে পড়াশোনা করলে পাশ করা কোনো কঠিন ব্যাপার না ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
3 Comments