IPL Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad


৬রানে হারল রাশেদ খানের সানরাইজার হায়দরাবাদ।



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">


প্রথমে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৪৯ রান তোলে। জবাবে সানরাইজার হায়দারাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। ব্যক্তিগত সর্বোচ্চ ম্যাক্সওয়েল ৪১ বলে ৫৯ রান তোলে  (৫)চার এবং ৩ ছয়ের সাহায্যে। এছাড়া বিরাট কোহলি ২৯ বলে ৩৩ করে।

জেসন হোল্ডার

৪ ওভারে ৩০ রান খরচে ৩ টি উইকেট পান ও রাশেদ খান ৪ ওভারে ১৮ রান খরচে ২ টি উইকেট নেয়। অপরদিকে জবাবে ব্যাট করতে নেমে ডেভিড অর্নার এর ৩৭ বলে ৫৪ ও মনিশ পান্ডের ৩৯ বলে ৩৮ রান করে যা দলের জন্য পযাপ্ত ছিলনা।



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

শেষ দিকে  রাশেদের ৯ বলে ১৮ রান তুললে ও জয় ছিনিয়ে আনতে পারেনি।শাহবাজ আহমেদ ২ ওভারে ৭ রানে ৩ উইকেট পান।মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট তোলে। এ জয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সানরাইজার হায়দারাবাদ ২ হারে পয়েন্ট টেবিলের তলানিতে ৭ নম্বরে অবস্থান করছে। 


Post a Comment

0 Comments