কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়

নগদ একাউন্ট খুলতে ডায়াল

প্রতিটি মানুষই আজ ব্যাস্ত।ডিজিটাল প্রযুক্তি কে কাজে লাগিয়ে কম সময় আর ও সহজে মানুষ এখন যোগাযোগ করছে প্রতিনিয়ত।
তাই সময় ও সহজ লভ্যতার কথা চিন্তা করে," নগদ"তার গ্রাহকের জন্য নিয়ে এসেছে দেশের মোবাইল নাম্বার থেকে *১৬৭# নাম্বার ডায়াল করে খুব সহজেই 'নগদ' একাউন্ট খোলার অভিনব পদ্ধতি। 


এখন 'নগদ' একাউন্ট খুলতে মাত্র দু'টি ধাপেই পিন সেট আপ করে চালু করা যাবে 'নগদ' একাউন্ট। *১৬৭# ডায়াল করে 'নগদ' একাউন্ট খোলার এই সুবিধাটি গ্রহন করতে পারবেন দেশের সকল মোবাইল অপারেটরের  গ্রাহকরা।


ইউএসএসডি (USSD) কোড ব্যাবহার করে খুব সহজেই 'নগদ' একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ


১.*১৬৭# ডায়াল করুন 

২.প্রযোজ্য শর্তাবলি পড়ে ও সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন 

৩.পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন (গোপন পিনটি কাউকে বলবেন না) 

৪.এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন

ব্যস এইতো হয়ে গেল আপনার 'নগদ' একাউন্ট। 


'নগদ' এর গ্রাহক একাউন্ট নিবন্ধনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত "গ্রাহকের একাউন্ট নিবন্ধনের জন্য প্রযোজ্য শর্তাবলি " প্রযোজ্য হবে। 


'নগদ' একাউন্ট খুললেই পাচ্ছেন 'নগদ' অ্যাপ থেকে ২০ টাকা রির্চাজে ২০ টাকা রির্চাজ বোনাস ( প্রতি মাসে ২ বার) । সাথে তো থাকছেই-


♦দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ

♦নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি 

♦বিল পে ফ্রি (গ্যাস, বিদ্যুৎ, পানি) 

♦সবচেয়ে বেশি মুনাফা

♦সেরা মোবাইল রিচার্জ অফার 

♦ঝামেলাহীন পেমেন্ট অফার 


ক্যাম্পেইনের বিস্তারিতঃ

♦এই ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং অতিরিক্ত 20 টাকা রিচার্জ বোনাস পেতে হলে 'নগদ' গ্রাহকগনকে তাদের নিজের মোবাইল নাম্বারে 'নগদ' অ্যাপ থেকে 20 টাকা রিচার্জ করতে হবে। 


♦গ্রাহকদের 'নগদ' একাউন্টের পিনটি সেট করতে হবে এবং 'নগদ' একাউন্টটি ফুল প্রোফাইল হতে হবে। 

♦সফলভাবে একাউন্ট রেজিস্ট্রেশান ও পিন সেট আপ করে গ্রাহক তার  অ্যাকাউন্ট আপগ্রেড করে সেলফ রিচার্জ করার ৭২ ঘন্টার মধ্যে ২০ টাকা রিচার্জ বোনাস পাবেন। 


♦রেজিস্ট্রেশনের সময়সীমাঃ

 পাঁচই ফেব্রুয়ারি ২০২১ থেকে ৩১ মার্চ ২০২১; শুধু যেসকল গ্রাহক এই সময়ের মধ্যে 'নগদ' একাউন্ট চালু করবে তারা এই রিচার্জের উপর বোনাস অফার টি তে অংশগ্রহণ করতে পারবেন। 

Live chart Nagged:https://cv.nagad.com.bd/bn/contact/


রিচার্জে বোনাস অফার গ্রহণের সময়সীমাঃ

৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ ই জুন, ২০২১;

♦এক মাসের প্রতি ১৫ দিনে একবার একজন এই ক্যাম্পেইনের অধীনের রিচার্জ বোনাস পাবেন। 


♦একজন গ্রাহক এই ক্যাম্পেইন সময়ে সর্বোচ্চ ছয় বার 20 টাকা করে রিচার্জ বোনাস ( সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত) পেতে পারেন, যদি সে এক মাসের প্রতি 15 দিনে একবার করে সেলফ রির্চাজ  করেন। 


♦যদি গ্রাহকের অ্যাকাউন্টে কোনো কারণে স্থগিত অবস্থায় থাকে, তবে এই অ্যাকাউন্টটি এই ক্যাম্পেইনে আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। 


♦নগদ গ্রাহকের একাউন্ট সচল থাকা সত্ত্বেও কোনো অজানা কিংবা অনির্দিষ্ট কারণে টাকা বিতরণ প্রক্রিয়া ব্যর্থ হলে নগদ কর্তৃক পরবর্তী দুই মাসের মধ্যে তিনবার টাকা পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হবে পরবর্তী বার চেষ্টা করেও যদি টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যর্থ হয় তবে সেই গ্রাহক হিসেবে বিবেচিত হবে না। 


♦এই ক্যাম্পেইনের শর্তাবলী পরিবর্তন-পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার নগদ কর্তৃক সংরক্ষিত। 


♦এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নগদ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত নগতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 


♦'নগদ'ঘোষনা করে যে, 

ক) ইহা কোন সময়েই  গ্রাহকের কাছে তার অ্যাকাউন্ট এর ওয়ান টাইম পাসোয়ার্ড ওটিপি কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন নাম্বার চাইবে না। 

খ) ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না।  

দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 


দেশের মোবাইল ব্যাংকিংয়ের ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নিয়ে আসলো সবথেকে কম খরচে ক্যাশআউট করার সুবিধা। এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে  ( প্রতি হাজারে)  ক্যাশআউট করতে পারবেন নগদ অ্যাপে আর ইউএসএসডিতে ক্যাশ আউট করতে পারবেন ১২ টাকা ৯৯ পয়সা (প্রতি হাজারে)। 


১০০% ক্যাশব্যাক

১৫ টাকা রির্চাজে ১৫ টাকা ক্যাশব্যাক


আজকে যে কোনো নাম্বারে ১৫ টাকা রির্চাজে ১৫ টাকা ক্যাশব্যাক।(শর্ত্য প্রয়োজ্য)। অফারটি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তাই দেরি না করে আজই রির্চাজ করুন ১৫ টাকা আর ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন



তাই আপনারা আর দেরী না করে

 চলে আসুন নগদ একাউন্টে। এই একাউন্টের আপনারা বেশি বেশি সুযোগ-সুবিধা পাবেন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন । আপনাদের ভালোলাগা ই আমাদের একান্ত কাম্য। 

খোদা হাফেজ



Post a Comment

1 Comments

  1. নগদ খুললে কয় টাকা পাওয়া যাবে বোনাস ভাইয়া

    ReplyDelete