লকডাউনে পড়ার রুটিন

লকডাউনে পড়ার রুটিন


বিসমিল্লাহির রহমানির রহিম
যেমনটা আমার মত 
লক ডাউনে ইন্টারনেটে খুঁজে আমি ভালো কোনো রুটিন পাইনি।
তাই আমি নিজে একটা রুটিন তৈরি করে ফেলেছি 
সেহেতু আমাদের হাতে অফুরন্ত সময়।
তাই এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে।
তখন তো তোমার পড়ালেখা শেষ।殺
তখনই বলবা, আয় দোস্ত আজকে পাবজি খেলে জীবন দিয়ে দিবো️
সুন্নত উপায়ে খাবার শেষ করতে হবে।খাবার খাওয়ার পর একটু হাটাহাটি করলে খারাপ কিসে।
সমস্যা নাই আমাদের তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে।সেখানেই না হয় আড্ডা করা যাবে।
যদি মসজিদে না যাওয়া যায় তবে ঘরে  পড়ে নিবে।তবে অবশ্যই মসজিদে পড়ার চেষ্টা করবে।
সকল উৎসাহিত করার চেষ্টা করবে।
➡️ এশার আযান হলো,ওযু সেরে নামাজ পড়ে নাও।নামাজ পড়া শেষ করে রাতের ডিনার সেরে নাও।
এ সকল আমার চিন্তাধারা।তবে এখন থেকে মানার চেষ্টা করবো।
ভিডিওঃ


আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই মহান রাব্বুল  আলামীনের রহমতে অনেক ভালো আছো! 


আজকে আমরা তোমাদের মাঝে নিয়ে আসছি,"লক ডাউনে পড়ার রুটিন"


লক ডাউনে পড়ার জন্য বিকল্প একটা উপায় খুজছো


         লক ডাউনে পড়ার রুটিন


➡️ লক ডাউনে যেহেতু স্কুল-কলেজ বন্ধ


➡️ আমাদের দাদুরা( মানে বন্ধুরা) সকালে সবাই ঘুমিয়ে থাকে।সেই সময় আমাদের পড়তে বসতে হবে।অন্যরা যেখানে ঘুমিয়ে থাকে সেখানে তুমি পড়তে বসে অনেকটাই এগিয়ে যাবে।


➡️ সকাল সাড়ে দশটার সময় যখন তোমার নান্টু বন্ধুরা বলবে," এই বল্টু পাবজি খেলবি?"


➡️ অতঃপর পাবজিতে জীবন দিয়ে বন্ধুকে বিদায় জানিয়ে গোসলে যেতে হবে।ভালোভাবে ফরজ গোসল করে নামাজ পড়তে যাবে


➡️ এবার এলো ভোজনের সময়।আয়লো আয়লো আয়লোরে,ভোজনের সময় আয়লোরে


➡️ এক ঘণ্টা ঘুমানোর উদ্দেশ্যে একটা ঘুম দিতে হবে।অবশ্যই তোমার আইফোনে এলাম দিয়ে রাখবে।ওহ! সরি তোমার তো আবার আইফোন নেই।গরিব আমার মত 


➡️ যখন এ 3 টা বাজবে তখন তোমার আইফোনে একটা অ্যালার্ম বেজে উঠবে,দেরি না করে লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে উঠবে।দেরি করলেই কাম সারা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও।


➡️ সকালে যেহেতু মাথা ঠান্ডা থাকে তাই মুখস্থবিদ্যা সকালেই সেরে ফেলবে এবং এই সময়ে তোমার প্রিয় গণিত নিয়ে নাড়াচাড়া করবে।掠


➡️ ঘড়ির কাঁটা যখন ৪ এর উপর থাকবে তখনই ঘুরতে যাবে।ও সরি লকডাউন চলছে!বাসার বাইরে গেলেই তো পুলিশের বারী


➡️ যখন এ আসরের আজানের সময় উপলব্ধি করতে পারবে তখনই ওযু সেরে নাও। আযান হলো নামাজ পড়ার উদ্দেশ্য রওনা হও।


➡️ আছর থেকে মাগরিব পর্যন্ত ইসলামিক বই পড়ে সময় কাটানো যেতে পারে।এতে তোমার সওয়াবের পাশাপাশি ভালো একটি মূহুর্ত কাটবে।


➡️ মাগরিবের নামাজ শেষ করে বাসায় পরিবারের সাথে চা আড্ডা দেওয়া যেতে পারে।পরিবারের সকল সুখ-দুঃখ ভাগ করে নিবে।


➡️ এবার এলো পড়ার সময় ✅ চাইলে তুমি ইতিহাস বাংলা বিজ্ঞান বই পড়ে মজা নিতে পারো।


➡️কিছুক্ষণ শরীরচর্চা করে, তারপর  চাইলে সংবাদ দেখা যেতে পারে। 若


➡️ সর্বশেষে এলো, ঘুমের দেশে ভ্রমণ করার পালা.......‍♂️‍♂️‍♂️


বিঃদ্রঃ একরম রুটিন আমি নিজেও পালন করি না藍


ভিডিওঃ



Post a Comment

1 Comments

  1. হ দুদু আমারও আইফোন নাই😂আমিও গরিব তুমার মত

    ReplyDelete