রকেটের খুটিনাটি, Rocket ar khothynaty

 

রকেট কোড
Rocket


    রকেট কোডঃ *322#

রকেট অ্যাপ দিয়ে নতুন একাউন্ট খুললেই আপনি পেয়ে যাবেন ২৫ টাকা বোনাস। বোনাস টি আপনি অ্যাপে লগইন করার সাথে সাথেই পেয়ে যাবেন। 


রকেটে ক্যাশআউট চার্জ হাজারে কত কাটে এজেন্ট পয়েন্টে?

রকেটে হাজারে ক্যাশআউট চার্জ ১৭.৭০ অথ্যৎ ১৮ টাকা ৫০ পয়সা কাটে । সর্বনিম্ন আপনি ৫০ টাকা ক্যাশআউট করতে পারবেন।


রকেটে ক্যাশআউট চার্জ  এটিএম এ কত কাটে হাজারে? 

রকেট এটিএম এ ক্যাশআউট চার্জ হাজারে মাত্র ০৯ টাকা কাটে। 

তাই আপনারা যারা অধিক টাকা ক্যাশআউট করেন রকেটে তারা এটিএম এ গিয়ে ক্যাশআউট করবে তাতে আপনাদের অনেক টাকা বেচে যাবে বা সাশ্রয় হবে।
এখানে ও আপনি সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশআউট করতে পারবেন।




রকেট অ্যাপে সেন্ড মানি চার্জ কত নেয় হাজারে? 

রকেট অ্যাপে সেন্ড মানি চার্জ সম্পন্ন ফ্রি।তবে আপনি সর্ব ১০ টাকার নিচে সেন্ড মানি করতে পারবেন না। 



রকেটের কোড ডায়ালে সেন্ড মানি চার্জ কত নেয়?

রকেটের কোড ডায়াল করে ও সেন্ড মানি করলে সেন্ড মানি ফ্রি। 

কোনো টাকা পয়সা কাটে না। এখানে ও আপনি  সর্বনিম্ন ১০ টাকার নিচে সেন্ড মানি করতে পারবেন না। 



রকেটে কি অপারেটর ভিত্তিক কোনো অফার দেয়, নগদ বা বিকাশের মতো?

হ্যাঁ, নগদ, বিকাশ ও উপায়ের মতো রকেট ও রবি, এয়ারটেল, বাংলালিংকে,এবং গ্রামীনে রির্চাজে ক্যাশব্যাক অফার দেয়।

যেমন, বর্তমানে রকেটে রবি,এয়ারটেল ও বাংলালিংকে রির্চাজে ক্যাশব্যাক অফার চলতেছে। 

তবে এখানে ক্যাশব্যাক বোনাস টি ৭২ ঘন্টার পরে দেয়।



রকেটে কি কার্ড থেকে এ্যাড মানি করা যায়? 

হ্যাঁ। রকেটে ভিসা কার্ড ও মাস্টার কার্ডের  মাধ্যমে এড মানি করা যায়।

এবং এড মানি করলে কোনো চার্জ কাটে না সম্পন্ন ফ্রি।



রকেট দিয়ে কি বিদ্যুৎ বিল দেয়া যায়? 

হ্যাঁ, রকেট দিয়ে বিদ্যুৎ বিল দেয়া যায় তবে যারা নতুন এখনো রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল দেয় নাই
তারা ইউটিউবে ভিডিও দেখে তারপরে বিদ্যুৎ বিল দিবেন রকেটে। 

রকেটের টাকা কি বিকাশে বা নগদে অ্যাকাউন্টে পাঠানো যায়? 

জি স্যার, এই সিস্টেম টি এখনো চালু হয়নি তবে চালু হবে আর হলেই আমরা আপনাদের জানিয়ে দিবো।
এই সেবা কে বলে আন্তলেনদেন সেবা। অতি তাড়াতাড়ি এই সিস্টেম টি আসছে আপনারা অপেক্ষা করুন। 

Post a Comment

0 Comments