অনার্স রিলিজ স্লিপ কী ২০২২-২০২৩

 

রিলিজ স্লিপ কী ২০২০-২১


জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২১

আবেদন শুরুঃ ১৮/১০/২০২১ বিকাল ৪ টা থেকে। 

আবেদন শেষঃ ৩১/১০/২০২১ রাত ১১.৫৯ টা পর্যন্ত।



বিজ্ঞপ্তি এখনাে প্রকাশিত হয় নি। রিলিজ স্লিপ
২০২০-২০২১  তারিখ প্রকাশিত হলে আমরা পােস্ট করে

জানিয়ে দিবাে আপনাদের।


রিলিজ স্লিপ কি?



জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন

করে যারা ১ম ও ২য় মেধাতালিকায় চান্স না পায়

তারা আবার ৫ টি কলেজে আবেদন করার সুযােগ

পায়। আর এই আবেদনকে রিলিজ স্লিপ আবেদন

বলে।




রিলিজ স্লিপ আবেদন ৩ প্রকার।যথাঃ



1. ১ম রিলিজ স্লিপ,



2. ২য় রিলিজ স্লিপ।

৩. রিলিজ স্লিপ। 


রিলিজ স্লিপ ২০২০-২১কবে



অনার্স ২য় মেধাতালিকা রেজাল্টের পর রিলিজ স্লিপ

আবেদন শুরু হয়। বিজ্ঞপ্তি এখনাে প্রকাশিত হয় নি।

যারা ১ম রিলিজ স্লিপে আবেদন করেন নাই তারা ২য় 


রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। এটাই এ

বছর অনার্স ভর্তির শেষ সুযােগ।



আরাে পড়ুনঃরিলিজ স্লিপে সাবজেক্ট পাওয়ার উপায়!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি ২০২১

 SEP 21, 2021

জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২০-২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ভর্তি ২০২১ আবেদন করে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পায়নি বা সুযোগ পেয়েও যারা ভর্তি হয় নি। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপ এর জন্য আবেদন করতে পারে।


রিলিজ স্লিপের আবেদন লিংকঃ

রিলিজ স্লিপে আবেদন করতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিশন ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও পিন দিয়ে লগিন করে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে admission.nu.edu.bd লিংকে প্রবেশ করুন।



 

জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টি রিলিজ স্লিপ প্রকাশ করে?


বিগত কয়েক বছরের পর্যালোচনায় দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় সচারাচর দুটি রিলিজ স্লিপ প্রকাশ করে থাকে। যথাঃ প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের বিস্তারিত তথ্য জানা না থাকলে এই নিবন্ধনটি আপনার জন্য। ক্যাম্পাসটাইমসবিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য প্রকাশ করে থাকে।


 

প্রথম রিলিজ স্লিপে আবেদন ও ফলাফলঃ




 

 

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম রিলিজ স্লিপের জন্য আলাদা নোটিশ প্রকাশ করে থাকে। এরপরে নিদির্ষ্ট সময়ের মধ্যে রিলিজ স্লিপের আবেদন করতে হবে। আবেদন কপি কলেজে জমা দেওয়ার কোন দরকার নেই, আবেদন কপি নিজের কাছে রেখে দিতে হবে। ভর্তির জন্য দরকার হবে।

ফলাফল দেখা আগের মতই অর্থাৎ প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকার মত অনলাইনে বা এসএমএস করে ফলাফল দেখতে পারবেন।




দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন ও ফলাফলঃ




জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আলাদা নোটিশ প্রকাশ করে থাকে। নিদির্ষ্ট সময়সীমার মধ্যে আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করতে হবে। সময় অতিক্রম হলে আর আবেদন করতে পারবেন না। তবে, আপনি প্রথম রিলিজে চান্স পেয়ে বিষয়/কলেজ পছন্দ বা ভর্তি না হলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আগের মত আপনাকে অবশ্যই ৫ টি কলেজে আবেদন করতে হবে। উল্লেখ্য, ৫ টি কলেজে আলাদা আলাদা বিষয় পছন্দ করতে পারবেন।

দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল আগের নিয়মে এসএমএস বা অনলাইনে রোল এবং পিন দিয়ে দেখতে পারবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে আসন সংখ্যা কত?


রিলিজ স্লিপের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ১০ বা ৫ % আসন খালি থাকে। ভাগ্য ভালো হলে অনেকে রিলিজ স্লিপেও ভাল বিষয়ে ভর্তি হয়ে থাকে। আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরে অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে। ফলে আসন কম বেশি হয়ে থাকে।


রিলিজ স্লিপ কী?


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথম পর্যায়ে আসন না পেয়ে পরবর্তীতে ভর্তির জন্য একটি বিশেষ পদ্ধতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স থেকে শুরু করে ডিগ্রী, মাস্টার্স ভর্তিতে এই রিলিজ স্লিপের পদ্ধতি রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন করে যারা ১ম ও ২য় মেধাতালিকায় চান্স পাবে না, তারা আবার ৫টি কলেজে আবেদন করার সুযোগ পায়, আর এই আবেদনকে রিলিজ স্লিপে আবেদন বলে।



যখন কোন আবেদনকারী প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় আসন পাবে না অথবা আসন পেয়েও ভর্তি হবে না বা ভর্তি বাতিল করেছে তারা অনলাইনে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।


রিলিজ স্লিপ ২০২০-২১?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ২০২১ রিলিজ স্লিপের আবেদন শুরু হলে ক্যাম্পাসটাইমসবিডি তা বিজ্ঞপ্তিসহ প্রকাশ করবে। উল্লিখিত পদ্ধতিতে রিলিজ স্লিপে আবেদন আবেদন করলেই হবে।


 



খ) ১ম বা ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি

গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করবে,তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন।


রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করতে পারেঃ


সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৫টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। ৫টির কম বা বেশি কলেজে আবেদন করা যাবে না। অর্থাৎ কেউ ইচ্ছে করলে ১ টি বা কলেজে আবেদন করতে পারবে না। তাকে অবশ্যই ৫ টি কলেজে আবেদন করতেই হবে। রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমাদানের প্রয়োজন নেই।


রিলিজ স্লিপে ভর্তি হতে কত টাকা লাগবে?

প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকার মত রিলিজ স্লিপেও একই টাকা লাগবে ভর্তি হতে। জেনে রাখা উচিত, সরকারি কলেজে ৫০০০ এর মত এবং বেসরকারি কলেজর ১০০০০ হাজারের মত লাগতে পারে।


জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২০-২১ সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ

যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।


আমি অনার্সে আবেদন করিনি, আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারব?

যারা অনার্স কোর্সে আবেদন করেনি বা আবেদন করে টাকা পরিশোধ করে পরবর্তী নিয়ম অনুসরণ করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এছাড়া, কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।


রিলিজ স্লিপে আবেদন পদ্ধতিঃ

রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।


রিলিজ স্লিপে কলেজ ও বিষয় পছন্দক্রম নির্ধারণঃ

রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী মোট পাঁচটি কলেজে পর্যায়ক্রমে



জাতীয় বিশ্ববিদ্যালয়





১৩/১০/২০১১

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ প্রিপের অনলাইন আবেদন

সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৮ অক্টোবর

বিকাল ৪টা থেকে শুরু হয় ৩১ অক্টোবর ২০২১ তারিখ ব্রাত্য ১২টা পর্যন্ত চলবে। ২০২০-২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতঙ্ক (সম্মান) শ্রেণির ভতি"

কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেগা শিক্ষায় স্থান পায়নি। শ) মেধা তালিকায় স্থান পেয়ে জয়ি হয়নি শ) মােয়া শিক্ষায় দুর্তি হয়ে পরবর্তীতে

ভর্তি বাতিল করেছে, সে সরুল লেলনাকারীকে মেধা শিক্ষায় স্থান পেতে ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হানে। স্কুল কর্তৃক যে সল

আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকাৰী রিলিজ স্লিপে আবেদন করত্নে গন্তৰে না। এ সংক্রান্তু বিজ্ঞান্নি তথ্য

TUTU PRET ef fw (www.nu.ac.bd/admissions) # Prospectus (Honours)/Important Notice

অপশশ মেনে জানা যাবে।



বিঃ সংশ্লিষ্ট সকলকে কোভি-১৯ মহামারি সম্পর্কিত সকল জাস্থ্যবিধি মেনে এ ভর্তাি কার্যক্রম অনলাইনে মান করতে হবে।



২০২০-২০২১ শিক্ষাবর্গে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপ  অনলাইন আবেদন নিমোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।


ক)

২০১০-২০১১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপ  নিলে অনলাইন আবেদনের তারিখ  ১৮/১০/২০২১ বিকাল ৪টা থেকে শুরু হবে।

আবেদনের শেষ তারিখ ৩১/১০/২০২১ তারিখ পযন্ত।


খ ) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে রিলিজ স্লিপ বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে 

Honours Login লিঙ্কে দিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও

অন্যান্য সকল তথ্য  রিলিজ স্লিপের ওয়েবসাইটে প্রদর্শিত হবে।



II) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিলিক College Selection option এ গিয়ে যে কোন কলেজ

Select করলে ঐ কলেজে তার দুর্তি ঘোগ (Eligible) বিয়ে না আসিলােয় তালিকা দেখতে পাৰে।

আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে ছাত্র ভর্তি যােগ্য

(Eligible) বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে এচ্ছি দিতে জুবে। এভাবে একমন আবেদনকারী পর্যায়ক্রমে তার

পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ শ্রিলের আবেদন ফরম পূরণ করলে।


আরো পড়ুনঃ রিলিজ স্লিপে সাবজেক্ট পাওয়ার উপায়?



ii) আবেদনকালীকে '
রিলিজ স্লিপ  জুনে ফরমটি আনলােজ করে জ্বক্ষসট সাদা কাগজে প্রিন্ট/শিক্সি নকশি

সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হলে না এ কোন ফি প্রদান করতে

হবে না।

| I) সতিয়া কলেজ কর্তক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

>

বিস্তারিত আসছে.....







//

Post a Comment

0 Comments