বিকাশ রেফার করেছি অ্যাপ আপডেট হয়ছে কিন্তু বোনাস পাই নেই।

 বিকাশ রেফার করেছি অ্যাপ আপডেট হয়ছে কিন্তু বোনাস পাই নেই।


গত ২১ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৪ মিনিটে আমি নতুন একটা বিকাশ একাউন্ট রেফার করি কিন্তু এখনো বোনাস পাই নেই। আমি বিকাশ অ্যাপে প্রথমে লগইন করে ২৫ টাকা নিজ বিকাশ নম্বরে রির্চাজ করি এবং তারপরে ২৫ টাকা সেন্ড মানি করি। সে ২৫+২৫=মোট ৫০ টাকা বোনাস পায়।

কিন্তু আমি এখনো বোনাস পাইলাম না।

এই যে রেফারকারীর বিকাশ নম্বর 017........


এবং যাকে রেফার করা হয়েছে তার নাম্বার 

017********

ইতি,‌
রেফারকারী

বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।