২০২৩ এসএসসি গনিত সাজেশন
ssc math suggestion 202৩
বর্তমান গনিত লিখিত অংশে ৭ টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর পাশ মার্ক হলো ২৩। তো বিদ্যান২৪☞ ৩ অধ্যায় বলে দিবে যে অধ্যায় গুলো হতে ৩ প্রশ্ন আসবে ৯০%। আর এই ৩ টি প্রশ্নের উত্তর করতে পারলেই তো ৩০। এতে আপনার পাশ করা সহজ হয়ে উঠবে।
এস এস সি গণিত সাজেশন ২০২৩
অধ্যায় গুলো:
১। সেট ফাংশন।
২। মান নির্ণয়।
৩। পরিসংখ্যান।
সেটঃ
সেট ফাংশন খুবই সহজ একটা অংক। শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা একটু ধৈর্য্য ধরে কিছু নিয়ম মাফিক সেট ফাংশন অংক করলেই তুমি পেরে যাবে ইনশাআল্লাহ।
পরিসংখ্যান
পরিসংখ্যান খুবই (Easy) ইজি অংক। তোমাদের এসএসসি তে পাশ করার মূল স্তম্ভ হচ্ছে পরিসংখ্যান।
তোমরা পরিসংখ্যানে, আয়তলেখ, অজিভ রেখা, এবং বহুভুজ করবে এই তিন টার ভিতর সিওর একটা আসবে খ অথবা গ তে।
এখানে তোমরা ৪ মার্ক সিওর পেয়ে যাবে তাই এখন থেকেই এই তিন টি তোমরা আয়ত্ত করে ফেলো তাড়াতাড়ি।
ক অথবা খ তে আসতে পারে গড় নির্নয়,।
গড় নির্নয় এই দুইভাবের যেকোনো একভাবে আসবে
১.গানিতিক গড়।
২. সংক্ষিপ্ত গড়।
তোমরা দুইটায় আয়ত্ত করে ফেলবে, যেইটায় আসবে সেই টায় করে ফেলবে। তবে গানিতিক গড় ও সংক্ষিপ্ত গড় দুই টার সূত্রই তুস্থ বা ঠোঁটের আগায় রাখবে।
➡
জ্যামিতি
1.
অন্তবৃত্ত
2.
পরিবৃত্ত
3.
বহিবৃত্ত
অবশ্যই পড়বা। ইনশাআল্লাহ এই ৩ টা সম্পাদ্য হতে পরীক্ষায় কমন থাকবে।১০০% ই আসবে। প্রতিবছরই এরকম আসে তাই আশাকরি এবারও তার ব্যাতিক্রয় হবে না।
বাকি বিষয় গুলোর সাজেশন খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।
তবে আপনারা যদি কমেন্ট করে জানান কোন বিষয়ে আগে সাজেশন দিলে ভালো হয়, তাহলে আপনাদের আমরা সর্বোচ্ছটুকু দিতে পারবো। তাই Biddan24.com ওয়েব সাইট টি নিয়মিত ভিজিট করুন।
0 Comments