ডিগ্রি রিলিজ স্লিপ কবে?

ডিগ্রি রিলিজ স্লিপ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি রিলিজ স্লিপ


২০২১-২০২২ যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। 


রিলিজ স্লিপ নিয়ে কিছু প্রশ্ন,


 উত্তর ✪ প্রশ্ন-: রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বের কলেজে পূনরায় আবেদন করতে পারব ?


 উত্তর: হ্যাঁ আবেদন করা যাবে। 

আপনি পূর্বের কলেজ সহ মোট পাচটি কলেজে নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন ।


. ✪ প্রশ্ন-: রিলিজ স্লিপের আবেদন ফরম সংগ্রহ করার উপায় কি ? 

উত্তরঃ কলেজ কতৃক রিলিজ স্লিপের আবেদন ফরম দেওয়া হয় না ।

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে । 


✪ প্রশ্ন-: রিলিজ স্লিপের ফরম কোথায় জমা দিতে হবে ? 

উত্তরঃ কোথাও জমা দিতে হবে না । 

স্লিপটি নিজের কাছে জমা রাখতে হবে । 


✪ প্রশ্ন-: কোন পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে?

 উত্তরঃ আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোন প্রান্তের সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবেন ।



 ✪ প্রশ্ন- রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?


 উত্তরঃ অনলাইনে আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যেই রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয় ।


 ✪ প্রশ্ন-: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু? 


উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম.. অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।


আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের biddan24 .com  ওয়েবসাইটের সাথেই থাকুন। 

ধন্যবাদ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য আমাদের প্রিয় পাঠক-পাঠিকাদের আসসালামু আলাইকুম। 

বিস্তারিত আসছে.........


Post a Comment

1 Comments

  1. রিলিজ স্লিপ কবে শুরু হবে

    ReplyDelete