বর্তমানে ভারতের পশ্চিম বঙ্গে পাটের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশের পাটের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।
পাটের দাম কিছুদিনে মধ্যেই ৪০০০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারা কেউ প্রয়োজন পাট বিক্রি করবেন না।
পাটের দাম এভাবে যদি বাড়তে থাকে তাহলে ইনশাআল্লাহ ৫০০০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা আছে।
আমরা পাটের বাজারের বড় ব্যাবসায়িদের সূত্রে জানতে পারি এসব গুরুত্বপূর্ণ তথ্য।
আমাদের বাংলাদেশি পাটে সুতা, ব্যাগ ইত্যাদি তৈরি হওয়ায় ভারত,চীন, কানাডা,আরও এরকম ১৩১ দেশে কম বেশি পাট রপ্তানি করা হবে। এতে আমাদের পাটের বাজার দর বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক।
তাই আপনারা আপনাদের প্রয়োজন মাফিক পাট বিক্রি করবেন তা ছাড়া বিক্রি করবেন না। কারন যখন পাটের দাম বাড়বে তখন আফসোস করবেন যে আহারে এখন যদি আমার দেশ মন পাট থাকতো তাহলে আমি এখন কিছু টাকা পাইতাম।
আবার একেবারে সব পাট ও রাখবেন না, "কারন দাম কমে গেলে তখন আবার আফসোস করবেন আহারে যদি কিছু পাট বিক্রি করতাম তাহলে কতোই না ভালো হতো।
তাই আমাদের মত হলো আপনি যদি সচেতন কৃষক হয়ে থাকেন তাহলে অর্ধেক পাট দাম বাড়লে বিক্রি করবেন আর বাকি অর্ধেক পাট সংরক্ষণ করে রেখে দিবেন তাহলে দাম বাড়লে দামে বিক্রি করে লাভবান হবেন।
আর দাম কমে গেলেও আপনার লজ হবে না।
আরও পড়ুনঃ
বিস্তারিত আসছে.....……
0 Comments