এইচএসসি ভর্তি আবেদন শুরু কবে

 এইচএসসি ভর্তি আবেদন শুরু ৮ জানুয়ারি এবং আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি। 


জাতীয় শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তিতে সূত্রে আমরা জানতে পারি ৮ জানুয়ারি থেকে ভর্তি আবেদন  শুরু এবং আগামী ১৫ জানুয়ারী রাত ১২ঃ০০ মিনিটে ভর্তি আবেদন শেষ। 

ভর্তি আবেদনের জন্য কি কি লাগবে?

ভর্তি আবেদনের জন্য তোমার এসএসসির এর্ডমিট কার্ডের ফটো কপি নিয়ে যাবে। 

সেখান থেকে রোল ও রেজিস্ট্রশন নাম্বার লাগবে।

ভর্তি আবেদন করতে কত টাকা লাগে? 

 ভর্তি আবেদন করতে ১৫০ টাকা লাগবে। 



বিকাশ, 

নগদ,

রকেট,

উপায়,

টেলিটক,

সোনালী ব্যাংক পেমেন্ট, 

ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করা যাবে। 


এইচএসসি তে ক্লাস শুরু হবে কবে ? 

ক্লাস শুরু হবে ০২ মার্চ  থেকে। 

প্রথম দিন অধিকাংশ কলেজে নবীনবরন অনুষ্ঠান হবে তাই তোমরা সবাই প্রথম দিনই কলেজে যাবে এবং অনুষ্ঠানে অংশগ্রহন করবে এবং বন্ধু দের মাঝে পরিচিত হবে।


একাদশ শ্রেনিতে বা এইচএসসি তে ভর্তি শুরু কবে? 

এইচএসসি ভর্তি শুরু ১৯ ফ্রেবয়ারি এবং ভর্তি শেষ  হবে ২৪ ফ্রেব্রয়ারি। 

এবং ক্লাস শুরু ০২ মার্চ। 

বিস্তারিত আসছে...... 

ভিডিওঃ


বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।