আবেদন লিংকঃ http://btebadmission.gov.bd/website/
এসএসসি শিক্ষার্থীরা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে তারাই শুধু এই আবেদন করতে পারবে।
আবেদন শুরু কবে?
এই আবেদন শুরু হবে ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পযন্ত চলবে।
যাদের গ্রেট পয়েন্ট ভালো তারাই শুধু আবেদন করবে, "কারন এই বছর করোনার বছর তাই ভর্তি পরিক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি।
তাই যাদের গ্রেট পয়েন্ট ভালো এবং কারিগরি তে পড়াশোনার ইচ্ছা তারাই শুধু আবেদন করবে।
ভর্তির জন্য এপ্লাই করতে বা আবেদন করতে কত টাকা লাগবে?
আবেদন করতে তোমাকে ২০৫.৩০ পয়সা লাগবে।
নিজে নিজে আবেদন করলে ২০৫ টাকা ৩০ পয়সা লাগবে।
কম্পিউটার দোকান থেকে করলে সে ৩০০ টাকা চাইতে পারে, তুমি তাকে ২০৫.৩০ পয়সার উপরে যে কয় টাকা দিয়ে মেটাতে পারো আমার ছোট ভাইয়ের আবেদনের জন্য আমি কম্পিউটার দোকানদার কে ৫০ টাকা দিয়েছি।
আমার নিজের বিকাশ আক্যাউন্ট থেকে আমি ২০৫ টাকা ৩০ পয়সা পেমেন্ট করছি।
টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে?
বিকাশ (Bkash)
রকেট (Rocket)
উপায় (Upay)
নগদ (Nagad)
এবং সোনালী ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ও পেমেন্ট করা যাবে।
টেলিটক সিমের মাধ্যমে ও পেমেন্ট করা যাবে।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Comments