ভূগোলের সাথে পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর

 


ভূগোলের সাথে পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর 



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

ভূমিকাঃ 

বিজ্ঞানের উন্নতির সাথে ভূগোল যেমন অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ে তেমনি অন্যান্য বিষয়েও ভূগোলের সাথে সম্পর্ক সৃষ্টি করে। ভূগোলশাস্থকে বিজ্ঞানের  অন্যান্য ফলিত শাখার সঙ্গে সংযুক্ত করে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন শাখার উদ্যোগ করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, ভূগোল একটি সর্বজনীন বিষয়ক যা জ্ঞান- বিজ্ঞানের সকল শাখার মাতা বা জননী বলে পরিচিত।

 নিচে ভূগোলের সাথে সম্পর্কিত কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করা হলো-

ভূগোলের সাথে পরিবেশ বিজ্ঞানের সম্পর্কঃ

ভূগোল ব্যতীত অন্য কোন বিষয় মানুষ-পরিবেশ সমীক্ষার জন্য গর্ব অনুভব করে না। পারিসরিক নিমিত্তবাদ, সম্ভাবনাবাদ -এর অকার্যকর বিতর্ক দীর্ঘকাল যাবত যদি অব্যাহত না থাকতো, ভূগোলের মর্মস্থল অপেক্ষা ভূগোলের প্রাকৃতিক বিষয়াদির লোকসানের বিনিময়ে বিমূর্ত অবস্থানিক বিশ্লেষণ ও ক্ষয় শীল পারিসরিক বিশ্লেষণের জন্য শ্রম একান্তভাবে নিয়োজিত না হতো তাহলে মানুষ- পরিবেশসহ অবস্থানের সমীক্ষা অনেক বেশি অর্থবহ হতো। 

সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের ক্ষমতা, পরনবেশ, অবক্ষয়ের হ্রাস, যত্ন নেওয়ার প্রতি বিশ্বাস প্রভৃতি মৃদু মত্ততা দ্বারা এবং সাংস্কৃতিক / মানবীয় ভূগোল দ্বারা ভূগোলের সামগ্রিক প্রাধান্য হতবুদ্ধিকর হয়ে পড়েছিল।



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">


এছাড়াও অবস্থানিক বিশ্লেষণ, পারিসরিক মডেলগুলো ও সংঘাত তান্ত্রিক কলাকৌশলের দ্বারা ভূগোলবিদদের কে প্রাকৃতিক ও জৈবিক ভূগোল সুকঠিন মর্মস্থল থেকে বিচ্যুত করে পরিবেশের সমীক্ষায় অন্তর্ভুক্ত করেছিল( জাসবীর সিং ১৯৮৪)  এবং ১৯৬০ দশকের শেষভাগে বাস্তুসংস্থান বিদদের ও অন্যান্য প্রকৃতি বিজ্ঞানীদের দ্বারা পরিবেশের অবক্ষয় ও বাস্তুসংস্থানিক অসমতার মতো বিষয়গুলো গৃহীত হবার



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

 পর ভূগোলবিদগন জেগে উঠেন কিন্তু এই মন্তব্যগুলো ভূগোলের সাথে পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয় প্রমাণ করে না, কারণ নিমিত্তবাদ এর তুঙ্গে অবস্থার সময় থেকে ভূদৃশ্য সমীক্ষার সময় পর্যন্ত এবং পারিবারিক প্রতিষ্ঠানে বিষয়টির পুনর্বিন্যাসের সময় পর্যন্ত ভূগোলবিদ্যা সবসময় পরিবেশ নিয়ে বিবেচনা করেছেন এবং এটি অধিকাংশ দৃষ্টিভঙ্গির মৌলিক উদাহরণ হিসেবে বর্তমান ছিল।

 উপসংহারঃ



style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

 উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, ভূগোল শাস্ত্র পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক ও মানুষের কর্মকান্ডের  পরিপ্রেক্ষিতে আলোচিত হত বিজ্ঞানের নতুন শাখা উদ্ভাবন করার ফলে পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের সৃষ্টি হচ্ছে।


Post a Comment

0 Comments