মানবীয় ভূগোল পরিচিতি পরীক্ষা ২০১৭ অর্নাস ১ম বর্ষ

 

2019


পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে-২০১৭]


[Introduction to Human Geography]


বিষয় কোড : ২১০২০৫



(২০১৩-২০১৪ সালের সিলেবাস অনুযায়ী)



সময় : ৪ ঘন্টা



(দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর

 ধারাবাহিকভাবে লিখতে হবে।]



ক-বিভাগ
১.

যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :




ক. মানবিক ভূগোলের জনক বলা হয় কাকে? (Who is called the father of Human Geography ]

উত্তর : ফ্রেডরিক র‍্যাটজেল।




খ. দুই জন মুসলিম ভূগোলবিদের নাম লিখ। [Write the name of two Muslim Geographer.]

উত্তর: ইবনে খালদুন ও আল-বালখি।




গ. এস্কিমোদের বসতি কোথায় দেখা যায়? (Where Eskimo's settlements are found?]

উত্তর উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়ায়।




ঘ. মানুষের বৈজ্ঞানিক নাম কী? (What is scientific name of man?]

উত্তর: Homosapiens (হোমোস্যাপিয়েন্স)।



ঙ. জীবাশ্ম কী? (What is Fossil?]

উত্তর : বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে জীবাশ্ম বলে।




চ. জনসংখ্যা কাঠামো কী? (What is population structure?]

উত্তর: যে সমস্ত উপাদান বা বৈশিষ্ট্য নিয়ে একটি এলাকার জনসংখ্যা গঠিত হয় সেই সমস্ত উপাদানের সামগ্রিক রূপ কে জনসংখ্যা কাঠামো বলে।



ছ. NRR এর পূর্ণরূপ কী? [What is the elaboration of NRR?]

উত্তর: Noise Reduction Rating



জ. The Origin of Species' গ্রন্থের রচয়িতা কে? [Who is the writer of The Origin of Species?]

উত্তর : চার্লস ডারউইন।


ঝ. 'Ecology' শব্দটির আভিধানিক অর্থ কী? [What is the meaning of Ecology?]

উত্তর : বাস্তুবিজ্ঞান বা বাস্তুবিদ্যা।


ঐ. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি নাম লিখ। [Write down the two names of tertiary economic activities.]

উত্তর : পরিবহণ ও ব্যবসায়ৰাণিজ্য।


ট. পুঞ্জীভূত বসতি কোথায় দেখা যায়? [Where accumulated settlements are found?]

উত্তর : বরেন্দ্র অঞ্চল, মধুপুর গড় অঞ্চল, মেহেরপুর ইত্যাদি স্থানে।



ঠ. বাংলাদেশের দুটি প্রধান নদীবন্দরের নাম কী? [Write down the name of two main Riverport of

Bangladesh.]

উত্তর : ঢাকা সদরঘাট ও গোয়ালন্দ।



খ-বিভাগ

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

৩x৫ = ১৫

২.

মানবীয় ভূগোলের উপাদানসমূহ উল্লেখ কর। [Mention the elements of Human Geography ]



৩.

'পরিবেশ নিমিত্তবাদ' ব্যাখ্যা কর। [Explain Environment determinism']



৪.

জনসংখ্যা গঠন ব্যাখ্যা কর। [Explain composition of population.]



৫. সমুদ্রপথের গুরুত্ব লিখ। [Write the importance of sea routes.



৬.

জাভা মানবের বৈশিষ্ট্যসমূহ লিখ।| Write down the characteristics of Java Man. J


৭. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য লিখ। (Distinguish between internal and international trade.]



৮ গ্রামীণ বসতির বৈশিষ্ট্য লিখ। [Write down the characteristics of rural settlement.]



৯. সামাজিক স্তরবিন্যাসের কারণগুলো লিখ। [Write down the causes of socials stratification.]



গ-বিভাগ


যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

১০. মানবীয় ভূগোলের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা কর। [Discuss the historical evolution of Human

Geography ]



১১. মানবীয় ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গিসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। [Describe shortly the approaches to study of

Human Geography]



১২. মানবজাতির বিবর্তন আলোচনা কর। [Discuss the Evolution of Mankind.]



১৩. জনসংখ্যা পরিবর্তন বলতে কী বুঝ? জনসংখ্যা উত্তরণ মডেল ব্যাখ্যা কর। | What do you mean by population change?

Explain demographic transition model]



১৪. অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কী বুঝ? অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণিবিভাগ করে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মকাও বিশ্লেষণ

What do you mean by economic activities? Classify economic activities and analyze primary and

secondary economic activities I


১৫. আন্তর্জাতিক বাণিজ্য কী? আন্তর্জাতিক বাণিজ্যে সুয়েজখালের বিবরণ দাও। | What is international trade? Describe the Suez


১৬. বাংলাদেশে গ্রামীণ বসতি বণ্টনের ধরন আলোচনা কর। [Discuss the distribution pattern of Rural settlement of

Canal in international trade.]



১৭ সমাজের সংজ্ঞা দাও। সমাজের উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা কর। [ Define society. Discuss origin and

Bangladesh.)

characteristics of society.]


Post a Comment

0 Comments