মনোবিজ্ঞান পরীক্ষা ২০১৭ অর্নাস ১ম বর্ষ

 



জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৭

দর্শন বিভাগ

বিষয়: মনোবিজ্ঞান

বিষয় কোড : 211707


ক-বিভাগ




১। নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:

১×১০=১০



ক) মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।

উত্তর: মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনা।




খ)

পরীক্ষণ কি?

উত্তর: কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করে কোনো মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে পরীক্ষন বলা হয়।




গ) আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?

উত্তর: উইলহেম উন্ড।




ঘ) মনোবিজ্ঞানের যেকোনো চারটি পদ্ধতির নাম লিখ।

উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো চারটি শাখার নাম হলো- শিক্ষামনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান ও চিকিৎসা

মনোবিজ্ঞান ও কাউন্সেলিং সাইকোলজি।



ঙ) ভ্রান্ত প্রত্যক্ষণ কি?

উত্তর: কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।














Post a Comment

0 Comments