মনোবিজ্ঞান ভূগোল ডিপার্টমেন্ট ২০১৭-২০১৯

 যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দিবে ক বিভাগ থেকে। 

 



খ বিভাগ হতে যেকোনো ০৫ টি প্রশ্নের উত্তর দিবে। এবং লেখাগুলা যেনো ধারাবাহিক হয়, সেই দিকে খেয়াল  রাখবে।সহজ সাবলীল ও গোছালো লেখায় পরীক্ষার মার্ক ভালো উঠে।

 তাই কখনো পেচিয়ে হাতের লেখা লিখবে না। হোক হাতের লেখা তোমার খারাপ। তাতে কোন সমস্যা নাই, মেন সমস্যা হলো হাতের লেখা যেমনটাই হোক লেখা গুলা লেখবে সুস্পষ্ট।  তাহলে সহজেই স্যাররা তোমার লেখা পড়তে পারবে এবং স্যার মেজাজ ভালো থাকবে, ফলে তুমি মার্ক বেশি পাবে।














Post a Comment

2 Comments

  1. ধন্যবাদ ভাই, আপনারা এইচএসসি কিছু বোর্ডের সাজেশন দেন।খুব উপকার হবে আমার বা আমাদের ধন্যবাদ

    ReplyDelete
  2. ইনশাআল্লাহ,
    স্যার আপনি বা আপনাদের জন্য অবশ্যই আমরা সাজেশন দিবো অপেক্ষা করুন।

    ReplyDelete