অপারেশন সার্চলাইট কি

অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ?



অপারেশন সার্চলাইট বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য ন্যাক্কারজনক ঘটনা।এ অপারেশনের মাধ্যমে পূর্ব বাংলাকে মেধাশূন্য ও পশ্চিম পাকিস্তানী শাসকবর্গের বিরুদ্ধে আন্দোলনকারীদের আন্দোলন চিরতরে স্তব্ধ করে দেবার অপপ্রয়াস চালানো হয়েছিল। 


কুচক্রী পাক বর্বর বাহিনীর এহেন অসৎ উদ্দেশ্য অনেকাংশে সফল ও হয়েছিল। কিন্তু বাঙ্গালীদের দমিয়ে রাখতে পারেনি কুচক্রী স্বৈরাচারী ইয়াহিয়া সরকার। 

গণহত্যার ধ্বংসযজ্ঞ ছাপিয়েও বাঙালিরা পাক-সেনাদের বিরুদ্ধে লড়ে শেষ পর্যন্ত বাংলার বুকে লাল-সবুজের পতাকা উত্তোলন করতে সক্ষম হন। 


অপারেশন সার্চলাইটঃ


বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথকে রুদ্ধ করে পূর্বপাকিস্তানে শোষনের রাজত্ব পাকাপোক্ত করতে ইয়াহিয়া সরকার ছলনা আশ্রয় নেয়। অর্থাৎ শেখ মুজিব ও তার অন্যান্য সহযোগীদের আলোচনায় ব্যস্ত রেখে সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। 

১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা ত্যাগের পূর্বে ইয়াহিয়া খান ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর গুলি বর্ষণের নির্দেশ দিয়ে যায়। নির্দেশনা মোতাবেক ইয়াহিয়ার লেলিয়ে দেওয়া পশুরুপী সেনারা নিরস্ত্র বাঙালির ওপর রাত এগারোটার দিকে ঝাঁপিয়ে পড়ে। হত্যা করা হয় অসংখ্য বাঙালিকে। ইতিহাসে এটিই অপারেশন সার্চলাইট নামে পরিচিত। 



উপসংহারঃ

পরিশেষে বলা যায় যে, অপারেশন সার্চলাইট ঘৃণিত, নিন্দিত বর্বর পাক-সেনাদের নির্মম এক হত্যাযজ্ঞের নাম। এ অপারেশনের মাধ্যমে পাকিস্তানীদের কাপুরুষিত মনোভাব স্পষ্ট ভাবে ফুটে ওঠে। তাই বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, ততদিন এ অপারেশনকে ঘৃণার সাথে স্মরণ করবে এবং নিরীহ নিহত জনতাকে শ্রদ্ধা করবে। 

ভিডিওঃ



বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।