ভূমিকাঃ
crossorigin="anonymous">
style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় ভারত। ১৯৭১ সালের ২৫ শে মার্চ এর কাল রাতে বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় হত্যাকান্ড লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায় ভারত তা বিশ্ববাসীর নিকট সার্থকভাবে তুলে ধরে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনিই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন নিরলস পরিশ্রম দিয়ে।
crossorigin="anonymous">style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানঃ🇮🇳
ভারত সরকার, বিরোধী দলের নেতৃবৃন্দ, জনগণ এবং প্রচার মাধ্যম পরিপূর্ণভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন।
নিচে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান বা ভূমিকা আলোচনা করা হলোঃ-
crossorigin="anonymous">style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
০১। শরণার্থীদের আশ্রয় দানঃ🇧🇩🇮🇳
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাতাশে মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অত্যাচারিত ও ভীত বাঙালিদের নিরাপদ আশ্রয় দানের লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত খুলে দেয়। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সরকারগুলো সীমান্ত বরাবর শরণার্থী শিবির স্থাপন করে। ভারতের জনগণ ও সরকার এই বিপুল পরিমান শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিয়ে সহায়তা করে।
০২।মুজিবনগর সরকার গঠনে সহায়তাঃ🇧🇩🇮🇳🇮
crossorigin="anonymous">style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
মুজিবনগর সরকার গঠন ও তা পরিচালনায় ভারত সরকার সর্বতোভাবে সহায়তা করে। মুজিবনগর সরকার ভারতের মাটিতে থেকে এর কার্যক্রম পরিচালনা করেছিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের পুরো সময়ই কলকাতা কে কেন্দ্র করে এর কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করেছিলেন।
০৩। নৈতিক সমর্থনঃ🇧🇩🇮🇳
ভারত শুরু থেকেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি তাদের নৈতিক সমর্থন দান করেন। ১৯৭১ সালের ৩০ শে মার্চ ভারতীয় লোকসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক প্রস্তাবে বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে এবং এদেশের মানুষের প্রতি সহানুভূতি ও সমর্থন জানান। তিনি বাংলাদেশের ওপর দুর্দশা ও ধ্বংসলীলায় উদ্বেগ প্রকাশ করেন । ৪ এপ্রিল কংগ্রেসে কমিটি সভায় ও তিনি জোর গলায় ভারতের সীমান্তে ওপরে পূর্ব বাংলায় যা ঘটছে তাতে ভারতের পক্ষে নীরব দর্শক হয়ে বসে থাকা সম্ভব নয়।
০৪।অস্ত্র দিয়ে সাহায্যঃ🇮🇳🇧🇩
crossorigin="anonymous">style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
ভারত মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সাহায্য করে। লক্ষাধিক মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন,অস্ত্র ও অন্যান্য সমরাস্তসহ সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ৫০০ কোটি টাকা। এ ছাড়া বাংলাদেশ একটি বিমান বাহিনীর প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বিমান ও নৌবাহিনী প্রতিষ্ঠার জন্য দুটি জাহাজ প্রদান করে। বাংলাদেশে একটি পূর্ণ সামরিক বাহিনী গড়ে তোলার জন্য ভারত সর্বতোভাবে সহায়তা করে।
০৫।মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষনঃ
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ভারত বিভিন্ন স্থানে প্রশিক্ষণ শিবির স্থাপন করে। কলকাতার গোবরায় নারী মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিমান বাহিনীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য নাগাল্যান্ডের দিমাপুরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ লিবারেশন ফোর্সের যোদ্ধাদের ভারতের দেরাদুনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে ভারত সরকার অস্ত্র, অর্থ ও বিশেষজ্ঞ সহায়তা দিয়েছিল।
উপসংহারঃ
style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভারতের সরকার থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। ফলে খুব সহজেই পাকিস্তানের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছিলাম।
crossorigin="anonymous">style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
0 Comments