স্বাধীন বাংলাদেশের গনঅভ্যুদ্বয়ের
ইতিহাস অর্নাস ১ম বর্ষ, ২০১৭ বোর্ড
♦ক- বিভাগ♦
১.
(ক)কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ, নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
(খ)পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ চাঁদপুরে।
(গ) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তরঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
(ঘ)রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তরঃ ডিসেম্বর ১৯৪৭ সালে।
(ঙ) পাকিস্তানের সংবিধানে বিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে।
(চ) মৌলিক গণতন্ত্রে কত জনের ভোটাধিকার ছিল?
উত্তরঃ৮০,০০০।
(ছ) ''EBDO, এর পূনরুপ কী?
উত্তরঃElective Bodies Disqualification Order.
(জ)আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?
উত্তরঃ বঙ্গবন্ধু সহ ৩৫ জনকে।
(ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃতাজউদ্দিন আহমদ।
(ঞ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২।
(ট) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ।
(ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
♦খ - বিভাগ ♦
২।
বিস্তারিত আসছে.........
0 Comments