জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য  অনার্স ১ম বর্ষ


জাবেদা(Jounnal):


১.জাবেদা হিসাবের প্রাথমিক বই বা সাহায্যকারী বই।


২. লেনদেনগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ লেখা হয়। 


৩.জাবেদা সংরক্ষণ না করেও হিসাববিজ্ঞান কার্য সম্পাদন করা সম্ভব । 


৪. প্রমানপত্রের উপর ভিত্তি করে জাবেদা লেখা হয়।


৫. এর পাঁচটি করে ঘর থাকে।


৬.এটা লেনদেন তারিখ অনুযায়ী তৈরি করা হয়।


৭.জাবেদায় জের টানার কোন সুযোগ নেই।


 ৮. জাবেদার সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য  রেওয়ামিল তৈরি করা যায় না।




খতিয়ান (Ledger):



১. খতিয়ান হিসাবের পাকা বা চূড়ান্ত বই।


২. লেনদেনগুলোকে এখানে সংক্ষিপ্তাকারে লেখা হয়। কোন ব্যাখ্যা দেয়া হয় না। 



৩. খতিয়ানের সুষ্ঠু সংরক্ষণ ছাড়া হিসাব কার্য সম্পাদন করা সম্ভব নয়।



৪. জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়।



৫. "T" পদ্ধতির ছকে ডেবিট দিয়ে চারটি এবং ক্রেডিট  দিয়ে চারটি  মোট ৮ টি ঘর থাকে। পক্ষান্তরে চলমান জের পদ্ধতিতে ৬ টি ঘর থাকে। 


৬.এটা হিসাবের প্রকৃতি অনুসারে তৈরি করা হয়।



০৭. নির্দিষ্ট সময় শেষে খতিয়ানে  জের টানতে হয়।



০৮. খতিয়ানভুক্ত হিসাবসমূহের জেরে সাহায্যে রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।

বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।