♥ক- বিভাগ ♥
প্রশ্ন-০১ঃ- সমাজকর্ম কাকে বলে?
উত্তরঃ সুসংগঠিত সমাজ কল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।
প্রশ্ন-০২ঃ-প্রাথমিক অবস্থায় সমাজকল্যাণমূলক কার্যক্রম কিসের উপর ভিত্তি করে পরিচালিত হতো?
উত্তরঃ মানবহিতৈষী দর্শন ও দানশীলতা।
প্রশ্ন-০৩ঃ- আধুনিক সমাজ কর্ম কে কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধানকারী প্রক্রিয়া।
প্রশ্ন-০৪ঃ- সমাজকর্ম মূল্যবোধ কী?
উত্তরঃ- পেশাদার সমাজকর্মীগণ তাদের পেশাগত কর্ম পরিচালনার ক্ষেত্রে যেসব মূল্যবোধ অনুসরণ করে তাকে সমাজকর্ম মূল্যবোধ বলে।
প্রশ্ন-০৫ঃ- NASW সমাজকর্মের সংজ্ঞা নির্ধারণ করে কত সালে?
উত্তরঃ ১৯৭০ সালে।
প্রশ্ন-০৬ঃ- সমাজকর্ম কে একটি পেশা, বিজ্ঞান ও কলা হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ সমাসকর্মী স্ফিডমোর ও থ্যাকারি।
প্রশ্ন-০৭ঃ- সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ- সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মানব সম্পদ উন্নয়ন।
প্রশ্ন-০৮ঃ- ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও।
উত্তরঃ ফ্রিডল্যান্ডারের মতে," সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগতও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয় ভাবে সাহায্য করে। "
প্রশ্ন-০৯ঃ- সমাজবিজ্ঞানের তুলনায় সমাজকর্ম কীরূপ?
উত্তরঃ নবীনতম।
প্রশ্ন-১০ঃ- Encyclopedia of Social Work" কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে।
প্রশ্ন-১১ঃ- কলা কে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়?
উত্তরঃ দুইটি শ্রেণীতে ; যথা- ১. মৌল কলা ও ২.ফলিত কলা।
প্রশ্ন-১২ঃ- ফলিত কলা কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তরঃ প্রযুক্তি।
প্রশ্ন-১৩ঃ- সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তরঃ ওয়ালটার আর্থার ফ্রিডল্যান্ডার।
প্রশ্ন-১৪ঃ- সমাজকল্যাণের জনক কে?
উত্তরঃ ম্যারি রিচমন্ড।
প্রশ্ন-১৫ঃ- আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত কোথায়?
উত্তরঃ আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত ইংল্যান্ডে।
প্রশ্ন-১৬ঃ- ম্যাকাইভার সমাজবিজ্ঞানের সংজ্ঞায়কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
উত্তরঃ Social Relationship ( সামাজিক সম্পর্ক) ।
প্রশ্ন-১৭ঃ- মনোবিজ্ঞান কী?
উত্তরঃ মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।
প্রশ্ন-১৮ঃ- মনোবিজ্ঞান কে কয়টি ভাগে বিভক্ত করা যায়?
উত্তরঃ ০৭ টি শ্রেনিতে।
প্রশ্ন-১৯ঃ- সমাজকর্ম কি ধরনের বিজ্ঞান?
উত্তরঃ সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান।
প্রশ্ন-২০ঃ- অ্যাডাম স্মিথ এর মতে অর্থনীতি কি?
উত্তরঃ অ্যাডাম স্মিথ এর মতে অর্থনীতি বলতে এমন একটি বিজ্ঞান কে বোঝায় যা জাতিসমূহের সম্পদের প্রকৃত কারণ অনুসন্ধান করেন।
প্রশ্ন-২১ঃ- রাষ্ট্রবিজ্ঞানের আদি মহানায়ক (শুরু) কে?
উত্তরঃ এরিস্টটল।
প্রশ্ন-২২ঃ- দর্শন শব্দের অর্থ কী?
উত্তরঃ জ্ঞানের প্রতি অনুরাগ।
প্রশ্ন-২৩ঃ- সমাজকর্মের মূল্য লক্ষ্য কী?
উত্তরঃসাংগঠনিক উপায়ে সমাজ কর্মের পদ্ধতি, কৌশল ও প্রক্রিয়া গুলো অনুসরণ করে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টি জনগণের কল্যাণ নিশ্চিত করা।
প্রশ্ন-২৪ঃ-
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Comments