সারা দেশে এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বরে হবে পরীক্ষা

বিসমিল্লাহির রহমানির রহিম 

 এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ।

দেখে নিন কার কোন সময়ে পরীক্ষা।





h3 style="text-align: left;">
আজকের খবর এসএসসি  পরীক্ষা

বন্যার কারনে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য টি বিদ্যান২৪ কে শিক্ষা অধিদপ্তর থেকে  নিশ্চিত করে।




হঠাৎ করে সিলেট এবং সুনামগজ্ঞে আবারও ২য় বারে ভয়াবহ বন্যার কারনে ১৯ জুন অনুষ্ঠিত হওয়া পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার পরীক্ষা টি ১৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এর আগে সিলেটে ছিল না তাই বন্যা পরিস্তি স্বাভাবিক হলেই জানিয়ে দেওয়া হবে কবে বা দেয় শিক্ষা বোর্ড, কখন, কয় তারিখে পরীক্ষা পূনরায় অনুষ্ঠিত হবে। আমরা Biddan24 ইনফরমেশন টি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রতিনিয়ত।



তোমরা আমাদের সাথেই থাইকো।তাছাড়া এর আগে ২৫ জুনের পরীক্ষাটি পদ্মা সেতু উদ্ভাবনের কারনে ঐ দিনের পরীক্ষা টি সরিয়ে অন্য দিনে নেওয়া হয়। 



করনা পরিস্তির কারনে এবছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে উঠে নাই।ফলে পরীক্ষা ফিছিয়ে জুনে নেওয়ার সিন্ধান্ত নিয়ে ছিলো জাতীয় শিক্ষা বোর্ড।কিন্তু সিলেট এবং সুনামগজ্ঞে ভয়াবহ বন্যার কারনে সারা দেশে এসএসসি পরীক্ষা নেওয়া স্থগিত করে জাতীয় শিক্ষা বোর্ড।





এ পরিস্থিতিতে শিক্ষা বোর্ড জানান, এই মূহুর্তে শিক্ষাথীদের উচিত তাদের পড়া স্থগিত না করে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়া, যাতে তাদের ফলাফলে যেনো কোনো খারাপ রেজাল্ট না হয়।

তাদের এখনই ভালো রেজাল্ট করতে হবে নূন্যতম বিজ্ঞান বিভাগ থেকে তাকে ৩.৫০ জিপিএ পাইতে হবে এবং এইচএসসি তে ৩.৫০ আলাদা আলাদা ৩.৫০ করে মোট ০৭ পয়েন্ট পাইতে হবে। তা না হলে যেসব শিক্ষাথীরা ০৭ পয়েন্টের কম পাবে তারা অনার্সে আবেদন করার সুযোগ হারাবে। তাই তাদের ভবিষ্যৎ কারিয়ার গঠনের জন্য মোটামুটি নুন্যতম ভালো রেজাল্টের বিকল্প নেয়।




বিষয়টি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়। তাছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৩.৫০ একটু কম এবং ব্যাবসায় বিভাগের ও বিজ্ঞান বিভাগে থেকে একটু পেয়ে অনার্স বা  স্নাতক সম্মান আবেদনের সুযোগ পাবে তারা।


তাছাড়া যারা  উক্ত পয়েন্ট থেকে কম পয়েন্ট পাবে তারা অনার্সে  আবেদন করার সুযোগ হারাবে। তাদের ডিক্রি তে ভর্তি হতে।এবং কি ডিক্রি তে ও এখন প্রতিযোগিতা করে চাস্ন পাইতে হবে।


বন্যা পরিস্থিতির উন্নতি হলেই যখন এসএসসি পরীক্ষা পূনরায় তারিখ ঘোষণা হবে তখনই আমরা তোমাদের Biddan24 ওয়েবসাইটে সর্বশেষ আপডেট জানিয়ে দেবো।তাই আমরা ঐ গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে এবং এই তথ্য টি তোমাদের সকল বন্ধু- বান্ধবের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। 




ভালো থেকে সবাই আজ এই পযন্তই আসসালামু আলাইকুম, 


style="display:block"
data-ad-client="ca-pub-8430874876116657"
data-ad-slot="2724059979"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

খোদা হাফেজ।

ভিডিওঃ

Post a Comment

0 Comments