ডিগ্রি ভর্তি ২০২২






 ডিগ্রি ভর্তি শুরু কবে?

আপনারা গুগলে সার্চ দিয়েছেন, যা ☞


💝💝ডিগ্রি 💖💖

১৮ সেপ্টেম্বর বিকাল ৪ঃ ০০ টায়  থেকে ডিগ্রীর আবেদন কার্যক্রম শুরু হবে।

এবং ১১ অক্টোবর রাত ১১ঃ৫৯ পযন্ত চলবে।

ক্লাস শুরু হবে ০৯ নভেম্বর থেকে। 




National University ta vorti hota koto taka laga? 

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে?

ডিগ্রি ভর্তি হতে সরকারি কলেজে ২০০০- ৩০০০ টাকা লাগে।

বেসরকারি ডিগ্রি কলেজে ভর্তি হতে ৭০০০-২০০০০ টাকা পযন্ত লাগে।

সরকারি ও বেসরকারি ডিগ্রি কলেজের সুযোগ- সুবিধা?


সরকারি ডিগ্রি বিশ্ব বিদ্যালয়ে মাসিক ফি খুবই কম লাগে। অপর দিকে বেসরকারি ডিগ্রি কলেজে মাসিক ফি বা বাসরিক ফি অনেক বেশি লাগে। প্রায় ৩-৫ গুনের মতো লাগে।



সরকারি ডিক্রি  কলেজে পরীক্ষা অনেক কম।কিন্তু বেসরকারি ডিগ্রি কলেজে পরীক্ষা ফি অনেক বেশি। 



👉 ডিগ্রীতে আবেদন পদ্ধতি অর্নাসের মতো একই কিন্তু সেখানে আপনাকে বিষয়ের জায়গায় কোর্স সিলেক্ট করতে হবে।

— ডিগ্রী কোর্স ৪ টা,

🤝BBS ( কর্মাস গ্রুপের জন্য )

🤝BS.C ( সাইন্স গ্রুপের জন্য )

🤝BSS ( আর্টস গ্রুপের জন্য )

🤝B.A (আর্টস গ্রুপের জন্য )

প্রতিটা কোর্সে আলাদা আলাদা বই রয়েছে।


👉 আপনি সাইন্স গ্রুপের হলে চারটি কোর্সে আবেদন করতে পারবেন কিন্তু আসবে যেকোনো একটা বা আপনি চাইলেও যেকোনো একটি কোর্সে আবেদন করতে পারবেন ।



👉 আপনি কর্মাস গ্রুপের হলে ৩ টি কোর্সে আবেদন করতে পারবেন BBS, BSS, BA বা যে কোনো একটি কোর্সে আবেদন করতে পারবেন।


👉 আপনি আর্টস হলে BSS & BA কোর্সে আবেদন করতে পারবেন। তার মধ্যে BSS কোর্সটা পছন্দের তালিকায় রাখবেন, কারণ এই কোর্সে ভালো বিষয়গুলো পাওয়া যায়।


ভিডিওঃ






👉 আপনি অনার্সে পড়ে যেসব সুবিধা পাবেন, ডিগ্রি + প্রিলিমারি করে সেই একই সুযোগ পাবেন তাই চিন্তার কিছু নেই।

👉ডিগ্রী পড়লে সরকারি কলেজে আপনি উপবৃত্তি পাবেন যা অনার্সে পাবেন না।


👉ডিগ্রী পড়লে আপনার পছন্দের বিষয় নিয়ে মাস্টারস কমপ্লিট করতে পারবেন যা অনার্সে  সম্ভব না।





বিস্তারিত আসছে....






Post a Comment

0 Comments