অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন প্রকাশ।


দীর্ঘদিন প্রতিক্ষার পর অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হলো।

গতবছর করোনার কারনে ২০২০ সালের পরীক্ষার্থী পরীক্ষা পিছিয়ে ১ বছর পর নভেম্বর - ডিসেম্বরে ২০২১ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 



আর ২০২০- ২১ সালের পরীক্ষা করোনার কারনে পিছিয়ে ২০২২ সালের ১৭ অক্টোবরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা বোর্ড প্রধান।




তারা Biddan24.com  নিশ্চিত করে জানান যে এবছর আমাদের পরীক্ষার রুটিন দেওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। করোনার সব কিছু পিছিয়ে যাওয়ার মতো ও শিক্ষা ব্যাবস্থা বেশি পিছিয়ে পড়ে ছিলো। 



তাই আমরা চেষ্টা করছি যে সময়টু গ্যাপ হয়ে গেছে শিক্ষার্থীদের সে সময় টুকু আমরা সমন্বয় করার চেষ্টা করছি।


২০২২ সালের অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষা আমরা ২০২৩ সালে যথাসময়ে নেওয়ার চেষ্টা করবো।


এবং পরীক্ষা শুরু হওয়ার ২৫ দিনে আগে আমরা রুটিন প্রকাশ করবো।



আর তিনি আর জানান ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য রইল আমার শুভকামনা। তোমরা ভালো ভাবে পড়ে ভালো পরীক্ষা দাও এটাই আমার মনের ইচ্ছা। তোমরাই একদিন এই জাতির ভবিষ্যত হবে, তাই তোমাদের সঠিক ভাবে গড়ে তোলা আমাদের সমাজের ও অভিভাবকদের দায়িত্ব। 



তিনি বিশেষ ভাবে বাবা-মা কে সন্তানের প্রতি খেয়াল রাখতে বলেন।তারা যেনো অসৎ পথে না যায় সেটার প্রতি খেয়াল রাখতে বলেন।

সারাদেশে ১৭ অক্টোবর ২০২২ সালে অনার্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে অনুষ্ঠিত হবে আবশ্যিক সাবজেক্ট, " স্বাধীন বাংলাদেশের গনঅভ্যুদ্বয়ের ইতিহাস সাবজেক্ট টি।

এই সাবজেক্ট টি সকল ডিপার্টমেন্টের ছাত্র- ছাত্রী দের আছে বিষয়টি। 










জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট লিংক যেখানে রুটিন প্রকাশিত হয়েছেঃ https://www.nu.ac.bd/examination-notice.


সারা দেশে অনার্স ১ম বর্ষ পরীক্ষার  কেন্দ্রের তালিকা দেখুনঃhttps://www.nu.ac.bd/examination-notice.php


বোনাস ইনফরমেশনঃ🥀বিশেষ  গুরুত্বপূর্ণ তথ্য🥀



বিভাগঃ ভূগোল ও পরিবেশ 




     ক বিভাগে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।  নাম্বার ১০*১=১০


 খ  বিভাগে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার  ৫*৩=১৫



গ বিভাগে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার  ৫*৭=৩৫


সময়ঃ ০৩ ঘন্টা।


মোট মার্ক ৬০


বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।