ভূগোল ও পরিবেশ
বিষয় কোড: 213201
(Introduction to Geography and Environment)
সময় —-৩ ঘণ্টা
পূর্ণমান ৬০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগ থেকে উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনীয় চিত্র ও মানচিত্র
অংকন করতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও) মান—১x১০=১০
১। (ক) ধ্রুপদী ভূগোলের সূচনা হয় কোন দেশে ?
[In which country introduced the classical geography?]
(খ) পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে?
[Who measured the circumference of the earth at first?]
(গ) ভূ-গোলক উদ্ভাবন করেন কে?
[Who invented globe? ]
(ঘ) ভূ-বিজ্ঞান কী?
[What is Earth Science? ]
(ঙ) ভূগোলে সম্ভাবনাবাদ কী?
[What is possibilism in Geography ?]
(চ) পিটার হ্যাগেট কোন দেশের ভূগোলবিদ ছিলেন? [Peter Haggett was a geographer of which country?]
(ছ) মানচিত্রের স্কেল কী?
[What is scale of map ? ]
(জ) আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?
[What is the value of international date line?]
(ঝ) 'Renaissance' শব্দের অর্থ কী?
[What is the meaning of the word 'Renaissance'? ] (ঞ) Ecology শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? [Who did use the word Ecology at first ?]
(ট) আবর্তন ও পরিক্রমণ কী?
[What is rotation and revolution?]
(ঠ) জি.পি.এস এর পূর্ণরূপ লেখ ।
[Write down the elaboration of G.P.S.]
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান ৩x৫=১৫
২।/ ভূ-বিজ্ঞান হিসেবে ভুগোলের মর্যাদা ব্যাখ্যা কর। [Explain the status of Geography as Earth Science.]
৩। খ্রিস্টোফার কলম্বাসের সামুদ্রিক অভিযানের ভৌগোলিক গুরুত্ব উল্লেখ কর। [Mention the geographical importance of the voyage of Christopher Columbus.]
ভূগোলে ইবনে খালদুনের অবদান লেখ।
[Write down the contribution of Ibn Khaldun in Geography.] ৫। ভূগোলে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ বর্ণনা কর।
Narrate the application of ecological approach in Geography.]
আহ্নিক গতির ফলাফল বর্ণনা কর। [Describe the effects of Diurnal Motion.]
৭। মানচিত্র ব্যবহারের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো উল্লেখ কর।
[Mention the important fields of use of maps.]
৮/ জি.আই. এস উপাত্তের উৎসগুলো আলোচনা কর। [Discuss the sources of G.I.S data.]
৯। মানচিত্রে ২ ইঞ্চি সমান ভূমিতে ৫ মাইল, একে প্রতিভূ অনুপাতে প্রকাশ কর।
[ 2 inches on the map is equation to 5 miles on the ground; express it eas
representative fraction.]
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান ৭x৫=৩৫
২০। ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
[Discuss the scope and subject-matter of Geography.]
১২। ভূগোলে ক্লডিয়াস টলেমীর অবদান আলোচনা কর। [Discuss the contribution of Claudius Ptolemy in Geography.]
১২। আধুনিক ভূগোলের বিকাশে আলেকজান্ডার ভন হামবোন্টের অবদান ব্যাখ্যা কর । [Explain the contribution of Alexander Von Humboldt in the development of modern Geography.]
১৩। আচরণবাদ কী? আচরণবাদ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে মানব-পরিবেশ সম্পর্ক ব্যাখ্যা কর। [What is behaviouralism? Explain the man-environment relationship on the basis of behavioural approach.]
১৪। অঞ্চলের সংজ্ঞা দাও। অঞ্চলের শ্রেণিবিভাগ আলোচনা কর। [Give the definition of region. Discuss the classification of region. ]
১৫। পরিবেশের অর্থ কী? পরিবেশের গঠন কাঠামো আলোচনা কর। [What is the meaning of environment ? Discuss the structure of the
environment.]
১৬। মডেলের শ্রেণিবিভাগ আলোচনা কর।
[Discuss the classification of model.]
১৭। সিউল ঢাকার পূর্বে অবস্থিত এবং সময়ের পার্থক্য হল ২ ঘন্টা ২৮ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০°২৬´ পূর্ব হলে, সিউলের দ্রাঘিমা কত? [Seoul is situated to the east of Dhaka and the differences of the time is 2 hours 28 minutes and 16 seconds. If the longitude of Dhaka is 90°26 east then what will be the longitude of Seoul?]
0 Comments