অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী!

 

অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী অবশ্যই জেনে রাখুনঃ


জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।


একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।তবেই শর্তসাপেক্ষে প্রমোশন পাবেন।


একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না। আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তি ফি দিয়ে, ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।


F প্রাপ্ত বিষয়ের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।(রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে


শুধুমাত্র C, D বা F পেলে Improvement দেওয়া যায়। C,D প্রাপ্ত যেকোনো ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন।


১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৪ ঘন্টার পরীক্ষা।



এবং ব্যাবহারিক ডিপার্টমেন্টের পরীক্ষার্থীদের জন্য ☞


এবং ৩ ঘন্টার পরীক্ষায় ও ১০০ এর মধ্যে ৪০ পেতে হবে। শুধু পার্থক্য হলো সেই সাবজেক্টের পরীক্ষায় ৬০ থাকবে লিখিত অংশ এবং ২০ ব্যাবহারিখ ও ২০ নাম্বার ইনকোজ।


মোট ১০০ নাম্বারের মধ্যে লিখিত অংশের ৪০% নাম্বার অথৎ ৬০ নাম্বারের ৪০% পারসেন্ট  ২৪ পেতে হবে 


এবং ইনকোজ (২০) ও ব্যাবহারিক (২০) নাম্বারের ৪০% পারসেন্ট পেতে হবে ৮+৮ = ১৬ পেতে হবে তাহলেই সে পাশ করবে। 


বিস্তারিত টাইপিং....….....


Post a Comment

0 Comments