প্রাকৃতিক ভূগোল পরিচিতি পরীক্ষা প্রশ্ন ২০২১



 ভূগোল ও পরিবেশ বিষয় কোড: 213203


(প্রাকৃতিক ভূগোল পরিচিতি)


সময়—৩ ঘন্টা


পূর্ণমান ৬০


[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগ থেকে উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনীয় চিত্র ও মানচিত্র


অংকন করতে হবে।


ক বিভাগ


(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)


১।


মান— ১x১০=১০


(ক) “The Principles of Physical Geography" গ্রন্থটি কার লেখা?


Who wrote the book "The Principles of Physical Geography"]


( খ) আলোকবর্ষ কাকে বলে?


[What is called light year ? J


(গ)সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ?


[Which planet is known as red planet in the solar system?]


(ঘ)গুটেনবার্গ বিযুক্তি কোথায় রয়েছে? [Where does the Gutenberg Discontinuity remain ? ]


(ঙ) ম্যাগমা প্রকোষ্ঠ কী? [What is magma chamber? ]


(চ) মার্বেল কোন ধরনের শিলাঃ


[What kind of rock is marble? ]


(ছ) সমোষ্ণ রেখা কাকে বলে? [What is isotherm?]


(জ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শীতল ও শুষ্ক শীতকাল কোন ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য? [Which climate has the characteristics of hot and humid summer and cool and dry winter?]


(ঝ) বাংলাদেশে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার কারণ কী? [What are the reasons of remain safe from the severity of winter in Bangladesh?)


(ঞ) 'সুন্দা খাত' কোন মহাসাগরে অবস্থিত?


[In which ocean 'Sunda trench' is located? ] (ট) কোন মহাসাগরে আগুলহাস স্রোত দেখা যায়?


[Where found the Agulhas ocean current? ] (ঠ) Canopy কী?


[What is Canopy? ]



খ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)


মান—৩x৫=১৫


২। প্রাকৃতিক ভূগোলে কার্ল রিটারের অবদান লেখ। [Write down the contribution of Carl Ritter in Physical Geography?]


৩। সৌরকেন্দ্রিক বিশ্বের ধারণাটি ব্যাখ্যা কর।


[Explain the heliocentric world concept.]


৪। ভূ-তাত্ত্বিক সময়পঞ্জি কী? ভূ-তাত্ত্বিক সময়পঞ্জি অনুযায়ী মহাযুগসমূহের সময়কাল ও একটি বৈশিষ্ট্য লেখ।


করে


[What is geological timescale? According to the geological timescale, write


down the duration and one feature of each era.]


৫। শিলা ও খনিজের পার্থক্য লেখ।


[Write down the differences between rocks and minerals.] 


৬।বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব ব্যাখ্যা কর।


[Explain the importance of ozone layer in the atmosphere.] 


৭।স্থলবায়ু ও সমুদ্রবায়ু ব্যাখ্যা কর।


[Explain the land and sea breeze.]


৮। সংক্ষেপে ভারত মহাসাগরের মৌসুমি স্রোতের বর্ণনা দাও।


[Briefly describe the monsoon current of the Indian Ocean.]


৯। প্রাণিবিন্যাসের নিয়ামকসমূহ বর্ণনা কর।


[Describe the factors of the distribution of animals.]


গ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)


মান ৭x৫=৩৫


১০। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। প্রাকৃতিক ভূগোলের সাথে প্রাকৃতিক বিজ্ঞানের অন্যান্য শাখার " সম্পর্ক বিশ্লেষণ কর। [Define Physical Geography. Analyze the relationship of physical geography with other branches of natural science.]


১১। সৌরজগতের উৎপত্তি সম্পর্কিত লাপ্লাসের নীহারিকা মতবাদ ব্যাখ্যা কর।


[Explain the Laplace's Nebular theory of the origin of the solar system.]


১২% বিচূর্ণীভবন কাকে বলে? যান্ত্রিক বিচূর্ণীভবনের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা কর। [What is weathering? Explain the processes of mechanical weathering.]


১৩। মহাদেশ সঞ্চালন মতবাদটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।


[Explain the theory of continental drift with criticism.] ১৪। বায়ুচাপ বলয় কী? বায়ুচাপ বলয়সমূহ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহকে পরিচালিত করে ব্যাখ্যা কর। [What is wind pressure belt? Wind pressure belts affect the planetary wind system of the world Explain.]


১৫। বায়ুতাপের আনুভূমিক বিন্যাস ব্যাখ্যা কর। [Explain the horizontal distribution of air temperature.]


১৬। সমুদ্র স্রোত কী? সমুদ্র স্রোতের কারণ ও প্রভাব ব্যাখ্যা কর।


[What is ocean current? Explain the causes and effects of ocean current.] ১৭। উদ্ভিদের স্থানিক বণ্টনের নিয়ামকসমূহ আলোচনা কর।


[Discuss the factors of spatial distribution of plants.]

Post a Comment

0 Comments