বিসমিল্লাহির রহমানির রহিম
অবশ্যই সম্পন্ন লেখাটি পড়বে তাহলে বুঝতে সুবিধা হবে।
আজকে তোমাদের আমরা শিখাবো বা জানাবো কিভাবে, কার নামে বিকাশ একাউন্ট খোলা আছে তা জানবো কিভাবে।
আপনারা গুগলে সার্চ দিয়েছেন যে,☞
তোমাকে তোমার বিকাশ বা নগদ একাউন্ট চেক করার জন্য একটা সেলফিন একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে।
তারপরে তুমি সেলফিন একাউন্ট রেজিষ্ট্রেশন করার পর সেলফিন এ্যাপে প্রবেশ করবে।
এবং তুমি দেখতে পারবে ফান্ড ট্রাস্নফার ফিচার অপশন।
ফান্ড টাস্নফার অপশনে ক্লিক করার পর দেখবে অনেক গুলো অপশন আছে তারমধ্যে বিকাশ ও নগদ অপশন দুটি ও আছে। তাই তোমার যদি বিকাশ নাম্বার চেক করার প্রয়োজন হয় তাহলে বিকাশ লেখায় ক্লিক করে বিকাশ একাউন্ট কার নামে আছে চেক করবে।
আর যদি নগদ একাউন্ট চেক করতে চাও তাহলে নগদ লেখা ফটোতে ক্লিক করে নগদ নাম্বার দিয়ে চেক দিলেই নগদ একাউন্ট নাম্বার কার নামে আছে দেখতে পারবে।
যাদের সেলফিন একাউন্ট নাই, তারা কমেন্ট করুন।
বলেন স্যার আমার একাউন্ট একটু চেক করে দেন।
ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেক করে দিবো।
0 Comments