জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ পরীক্ষা-২০১৫ (অনুষ্ঠিত-০২/০৩/২০১৬)।
বিষয়: সমাজকর্ম পরিচিতি
বিষয় কোড 212111
সময়- ৪ ঘণ্টা পূর্ণমান- ৮০
১×১০=৫০
ক-বিভাগ
১। নিম্নের যে কোনো দশটি সংক্ষিপ্ত পৃষ্ঠার উত্তর দাও :
(ক) সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে নিয়েছেন? (Who gave the most acceptable definition of social welfare)
উত্তর: সমাজকল্যাণের সবচেয়ে গ্রহনযোগ্য সংজ্ঞা নিয়েছেন ফ্রিডল্যান্ড।
(খ) সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে? (In which country social work started as profession at it
উত্তর : ইংল্যান্ডে।
(গ) শিল্প-বিপ্লব কী? (What is Industrial Revolution ?)
উত্তর : উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক ব্যবহারের ফলে উৎপন্ন প্রক্রিয়ায় যে মৌলিক পরিবর্তন সাধিত হয়
(ঘ) বেগম রোকেয়া কেন বিখ্যাত? (Why Begum Rokeya was famous
উত্তর: নারী জাগরণের অগ্রদৃত।
(ঙ) জনসমষ্টি কী? (What is Community?)
উত্তর : সমাজবিজ্ঞানে জনসমষ্টি বলতে বুঝায় কোন নির্দিষ্ট এলাকায় বসবাসরত একদল জনসাধারণকে যারা কতিপয় মৌলিক ও অভিন্ন স্বার্থের অংশীদার। অর্থাৎ যারা নির্দিষ্ট এলাকায় বসবাস করে। যাদের আচার- আচরণ রীতিনীতি, প্রথা ঐতিহ্য ইত্যাদির মধ্যে সাদৃশ্য বিদ্যমান ।।
(চ) হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? (Who was Hazi Shariatullah ?)
উত্তর : ফরায়েজী আন্দোলনের প্রবক্তা।
(ছ) যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয়? (When was the dowry Prohibition Act founded ? )
উত্তর: ১৯৮০ সালে।
(জ) গবেষণা কী? (What is Research ?)
উত্তর: অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতি প্রয়োগকেই গবেষণা বলা হয়।
(ঝ) পেশার দুটি বৈশিষ্ট্য লেখ। (Write two characteristics of profession.)
উত্তর : ১। বিশেষ জ্ঞান ও যোগ্যতা; ২। জনকল্যাণমুখিতা।
(ঞ) Coss- এর পূর্ণরূপ লেখ। (Write the eleboration of COSS.)
উত্তর : Charity Organization Society.
(চ) বিভারিজ কে ছিলেন? (Who was Beverage)
উত্তর : বিভাবিত ছিলেন একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ আইনবিদ। তিনি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জনক ও কল্যাণ রাষ্ট্রের পুরোধা। জন্ম স্কটল্যান্ড
১৮৭৯ সালে।
(ঠ) সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী? (What are the handle methods of social work
উত্তর : সমাজকর্মের মৌলিক পদ্ধতি সাধারণত দুই প্রকার। তবে প্রত্যেকটি আবার তিন প্রকার
১. মৌলিক পদ্ধতি : (ক) ব্যক্তি সমাজকর্ম, (খ) দল সমাজকর্ম ও (গ) সমষ্টি সমাজকর্ম (ঘ) সমষ্টি উন্নয়ন ও
(ঙ) সমষ্টি সংগঠন।
২. সহায়ক পদ্ধতি (ক) সমাজ কল্যাণ প্রশাসন (খ) সমাজকর্ম গবেষণা ও (গ) সামাজিক কার্যক্রম।
খ বিভাগ
৪×৫=২০
(যেকোনো পাঁচটি পৃষ্ঠার উত্তর দাও)
২। সমাজকর্মের দার্শনিক মূল্যবোধগুলো সংক্ষেপে দেখছে। এই বইয়ের ১.২২
(Write in brief the Philosophical values of social work)
৩। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের পার্থক্য আলোচনা কর টি ১৪ পৃষ্ঠার ১১
(Discuss the deference between social work and psychology)
৪। ১৬০১ সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ২০ (Mention the characteristics of the Poor Law, 16010
৫। পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর পাঁচটি ধারা উল্লেখ কর । 358,12 (Mention main five articles of the Family Court Oralinance, 19853)
৬। শিল্পায়নের নেতিবাচক দিকগুলো উল্লেখ কর। ( ১৬২ পৃষ্ঠার ৬১০
(Mention the negative aspects of Industrialization.)
৭। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। উ। ২০৪ পৃষ্ঠার ৭,০২ মার্চ)
(Point out the characteristics of social problems)
৮। বাংলাদেশে জনসংখ্যা স্ফীতির পাঁচটি কারণ লেখ । ২০০ পৃষ্ঠার ২০
(Put down the five causes of over population in Bangladesh)
৯। দল সমাজকর্মের নীতিমালা উল্লেখ কর। ২৭২ পৃঃ ৮ঃ১৪
(Mention the principles of social group work.)
গ বিভাগ
(যে কোনো পাঁচটি পৃষ্ঠার উত্তর দাও)
১০। বাংলাদেশে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর। ১৮ পৃষ্ঠার ১.১৯ নয়
(Discuss the importance of the study of social work in Bangladesh)
১১। বাংলাদেশে সমাজকর্ম কী একটি পেশা। যুক্তিসহ আলোচনা কর। ১৬৩ পৃষ্ঠা ৫ঃ২৪ (Is social work a profession in Bangladesh? Discuss the with reasons
১২। সামাজিক আইন কী? ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ১৪১ পৃষ্ঠার ৪ঃ২৫
(What is social Legislation? Mention the main articles of the Dowry Prohibition Act of 1980
১৩। ১৯৭৪ সালের শিশু আইনের মূল ধারাসমূহ বর্ণনা কর। ১২৩ পৃষ্ঠার ৪ঃ১০
(Narrate the major provisions of the Children's Act, 1974.)
১৪। গ্রামীণ সমাজসেবা কী? বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ দাও । ২৫৫ পৃষ্ঠা ৭ঃ৫৮ (What is Rural social service? Describe the programmers of Rural social service in Bangladesh)
১৫। বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। উ: ২১
(What is Unemployment? Discuss the means to alleviate the unemployment in Bangladesh)
১৬। পেশা কী? পেশার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। (ট) 102 পৃষ্ঠা 2.12 )
(What is Profession' Narrate the Characteristics of professing)
১৭। সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর । ২৮
(Define social work method. Discuss the elements of social case work)
0 Comments