অ-১-১৩৮/২০২১
সমাজকর্ম
বিষয় কোড 212111
(সমাজকর্ম পরিচিতি)
সময়- ৪ ঘন্টা
পূর্ণমান ৮০
[দ্রষ্টব্য: প্রত্যেক বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১x১০=১০
১। (ক) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
[Who was the pioneer of Social Work education?]
(খ) 'সোসাইটি' গ্রন্থের লেখক কে?
[ Who is the writer of the book 'Society'?]
(গ) কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে? [In which country the Industrial Revolution started at first J
(ঘ) 'Problem' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? [From which word the word 'Problem' is derived?]
(ঙ) NASW এর পূর্ণরূপ লেখ। [Write down the elaboration of NASW.]
(চ) ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয়? [When was the charity organization society established in England?]
(ছ) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়? [When was American economic depression occurred?]
(জ) বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন?
[Which year Begum Rokeya was born ? ]
(ঝ) বিভারিজ কে ছিলেন?
[Who was Beveridge?]
(ঞ) নারী কল্যাণ কী?
[What is women welfare? ]
(ট) ধৰ্ম কী?
[What is religion?
(ঠ) সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী?
[What are the auxiliary methods of Social Work?]
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
২। সমাজকর্ম বলতে কী বোঝায়?
[What do you mean by Social Work?]
৩। সামাজিক আন্দোলন কাকে বলে?
[What is called social movement?]
৪। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
[Point out the characteristics of social problems.]
৫।সামাজিক আইনের উদ্দেশ্য লেখ। [Write the objectives of social legislation.]
৬।বৃত্তি ও পেশার পার্থক্য লেখ।
[Write the differences between occupation and profession.]
৭।সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝ? [What do you mean by social security?]
৮। আলীগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখ। [Write the objectives of Aligarh Movement.]
৯।শিল্পায়ন ও শহরায়নের পার্থক্য লেখ।
[Write the differences between industrialization and urbanization.]
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০x৫=৫
১০। বাংলাদেশে সমাজকর্মের পরিধি আলোচনা কর।
[Discuss the scope of Social Work in Bangladesh.] ।।
১১।সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখ।
[Write the relationship of psychology with Social Work.]
১২। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বর্ণনা কর। [Describe the contribution of Ishware Chandra Vidyasagar in social reform.]
১৩। বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কার্যক্রম আলোচনা কর।
[Discuss the child welfare services of the government of Bangladesh.]
১৪। সমাজকর্মের সাধারণ মূল্যবোধসমূহ লেখ।
[ Write the general values of Social Work.]
(১৫) কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
[What is welfare state? Discuss the characteristics of welfare state.]
১৬) পেশা কী? পেশার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
[What is profession? Describe the characteristics of profession.]
১৭। সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।
[Explain the interrelationship among the various methods of Social Work,.]
৩৯এক্স
0 Comments