জাতীয় বিশ্ববিদ্যালয় [বিএসএস (অনার্স) প্রথম বর্ষ: পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-২৫/১১/২০২১)।
বিষয়: Introduction to Political Theory
বিষয় কোড : 211909 সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।] ক-বিভাগ
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
১ x ১০ = ১০
(ক) "Political Science begins and ends with the state"কে বলেছেন?
(Who "Political Science begins and ends with the state"?) উত্তর: অধ্যাপক গার্নার।
(গ) 'Polis' শব্দের অর্থ কি? (What is the meaning of the word 'Pollist?)
উত্তর : 'Polis' শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।
(গ) সরকারের অঙ্গ কয়টি? (How many organs are there in Government?)
উত্তর: তিনটি।
(ঘ) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ। (Mention the names of two countries where parliamentary forms of government is working.)
উত্তর : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
(ঙ) সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
(Who is the founder of the pruralistic theory of sovereignty?)
উত্তর: অধ্যাপক লাি
(5) "The Spirit of Laws" গ্রন্থটির রচয়িতা কে?
(Who is the author of the book "The Spirit of Lawsh?)
উত্তর : The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
(ছ) আমলাতন্ত্রের জনক কে? (Who is the father of Bureaucracy?)
উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
(জ) “বিধাতার রাষ্ট্র" ধারণাটি কে দিয়েছেন? (Who presented the concept of "The City of God?)
উত্তর : সেন্ট অগাস্টিন।
(4) "Eternal vigilance is the price of liberty" কে বলেছেন?
(Who expressed "Eterul vigilance is the price of liberty?)
উত্তর : গ্রিক দার্শনিক পেরিক্লিস্ (Pericles)।
(4) "Every state is known by the rights that is maintains" কথাটি কে বলেছেন? (Every state is known by the rights that is maintains' -Who said it?)
উত্তর: অধ্যাপক লাঙ্কি।
(ট) প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেছেন? (In how many classes did Plato divide human soul in his ideal state?)
উত্তর : তিন ভাগে ভাগ করেন।
যথা- ১. যুক্তিবাদিতা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।
(ঠ) হ্রাস, লক, রুশো কোন যুগের দার্শনিক? (In which period did Hobbes, Locke and Roussen belong to?)
উত্তর হবস, লক ও রুশো আধুনিক যুগের দার্শনিক।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।।
৪ x ৫ = ২০
the
২। রাষ্ট্র ও সরকারের মধ্যে কি সম্পর্ক? [ [এই বইয়ের ৩৩ পৃষ্ঠার ২,১৩ ন
(What are the relations between the state and government?)
৩। সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৫। ৬১ পৃষ্ঠার ৩.০২ নং)
(Discuss the characteristics of sovereignty.) ৪। আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি? উ. ১১০ পৃষ্ঠার ৪.২০ ম
(What are the defects of Bureaucracy?)
৫। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। (উ: ২৯ পৃষ্ঠার ২.০৫ নং) (Discuss characteristics of welfare state) ৬। কি কারণে প্লেটো দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন? (ট। ১৫৫ পৃষ্ঠার ৫.১.০৯ নং
(Why did Plato advocate for the rule of Philosopher King?) ৭। একুইনাসের মতে, শাশ্বত আইন' কি? উ: ২২৯ পৃষ্ঠার ৫.8.08 নং (What is 'Eternal Law' according to Thomas Aquinas?)
৮। ম্যাকিয়াভেলীর মতে শাসকের কি কি গুণাবলি অবশ্যই থাকা দরকার? উ: ২০১ পৃষ্ঠার ৫.৫.০৭ (What are the qualities that a ruler must possess according to Machiavelli?) ৯। প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবদের ধারণা আলোচনা কর। উ: ২৫২ পৃষ্ঠার ৫.৬.০২ নং
(Discuss Thomas Hobbes conception of state of nature.)
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
১০ x ৫ = ৫০
১০। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। টি। ১০ পৃষ্ঠার ১.১৩ নং (What Political Science? Discuss the nature and scope of political science.) ১১। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ কর। / ৫৬ পৃষ্ঠার ২.৩৮ নং
(Explain the social contract theory about the origin of the state.) ১২। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে 'এলিটের' ভূমিকা বর্ণনা কর।
(Describe the role of the 'Elites in a democratic state)
১৩। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি। যুক্তি দাও। টি। ৯৮ পৃষ্ঠার ৩.৫৮ নং) (Define nationalism. Does nationalism go against Internationalism? Give argument.) ১৪। প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর। উ। ১৭২ পৃষ্ঠার ৫.১.২৮ নং
(Discuss the theory of Plato's communism.) ১৫। এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও তা প্রতিরোধের উপায়সমূহ কি কি? টি। ১৯১ পৃষ্ঠার ৫.২.১১ + ৫.২.২০ নং)
(What are the causes and the measures to prevent revolution according to Aristotle?) ১৬। ম্যাকিয়াভেলীয়ান কি? ম্যাকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা করা। টি। ২৪৮ পৃষ্ঠার ৫.৫.২০ নং
(What is Machiavellism? Why is Machiavelli called the father of modem political science? ১৭। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা কর। টি ২১৬ পৃষ্ঠা ৫.৮.১১ ন (Explain Rousseau's theory of general will.)
বিস্তারিত আসছে......
0 Comments