মানবীয় ভূগোল পরিচিতি পরীক্ষা ২০২১


 ভূগোল ও পরিবেশ


বিষয় কোড : 213205 

(মানবীয় ভূগোল পরিচিতি)


সময়-৩ ঘণ্টা পূর্ণমান ৬০


[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনীয় চিত্র মানচিত্র অঙ্কন করতে হবে।


ক বিভাগ


(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)


মান-১x১০=১০


১। (ক) মানবীয় পরিবেশের মৌলিক উপাদানগুলো কী কী?


[What are the basic elements of Human Geography?]


 (খ) প্রাকৃতিক নির্মিতবাদের সংজ্ঞা দাও।


[Define the natural determinism.]


(গ) দুইজন মুসলিম ভূগোলবিদের নাম লেখ। [Write down the name of two Muslim geographers.]


(ঘ) মানব পরিব্যাপন বলতে কী বুঝ? [What do you mean by human diffusion?]


(ঙ) স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটি লেখ ।


[Write down the formula of natural growth rate of population.]


 (চ) বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের নামগুলো তুলে ধর।


[Write down the name of primary economic activities of Bangladesh.]


(ছ) কাদেরকে Blue coller worker বলা হয়?


[Who are called Blue coller worker? ]


(জ) শিশু-মহিলা অনুপাত কী?


[What is the child-woman ratio?]


(ঝ) রেলপথ কত প্রকার?

উত্তরঃ ৪ প্রকার।

[How many types of railway?)


 (ঞ) বিক্ষিপ্ত জনবসতি কোথায় কোথায় দেখা যায়?


[Where founds the scattered settlements? ]


(ট) নগরায়ন বলতে কী বুঝ?


[What do you mean by urbanization? ]


 (ঠ) সাংস্কৃতিক অঞ্চল কী?


[What is cultural regiongbbg



খ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)


মান ৩x৫=১৫


২। মানবীয় ভূগোল পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর। [Explain the importance of study Human Geography.]


৩।সম্ভাবনাবাদ ধারণাটি নিজের ভাষায় ব্যাখ্যা কর। [Explain the concept of possibilism in your own word.]


 ৪। পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপের প্রকৃতি মূল্যায়ন কর।


[Evaluate the nature of mans interference on environment.]



 ৫। নিয়ানডারথাল মানুষের বৈশিষ্ট্যগুলো লেখ।


[Write down the characteristics of Neanderthal man.]


৬।অভিগমনের প্রভাবকসমূহ বর্ণনা কর। [Describe the factors of migration.]


৭।সমুদ্র পথে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব তুলে ধর। [Write down the importance of international trade by sea routes.]


৮। বাংলাদেশের শহর/নগর সমাজের স্তরবিন্যাস সংক্ষেপে লেখ। [Briefly write down the urban/social stratification of Bangladesh.]


৯। সংস্কৃতি কী? গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদানগুলো উল্লেখ কর।


[What is culture ? Mention the important elements of culture.]


গ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৭x৫=৩৫


১০। মানব ভূগোলের ধারণাগুলো বর্ণনা কর।


[Describe the concepts of human geography.] 


১১। ভূতাত্ত্বিক সময়পঞ্জি অনুসারে মানব বিবর্তনের বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা কর।


[Discuss the different stages of human evolution in accordance to geological


periods. ]


১২। অঞ্চল কী? ভূগোল অধ্যয়নে তুমি কীভাবে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবে? [What is region? How you explain the regional approach in the study of


Human Geography?]


১৩। বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন বর্ণনা কর।


[Explain the world population distribution.] 


১৪। 'বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা সম্ভব-এর সপক্ষে তোমার যুক্তি তুলে ধর।


[The population of Bangladesh can be turn into resource.'-Write your own


opinion according to the speech.]


 ১৫। বিভিন্ন প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড বৈশিষ্ট্যসহ বর্ণনা কর।


[Describe the types of economic activities with characteristics.]


১৬। পরিবহন পথ বলতে কী বুঝ? রেলপথ ও জলপথের গুরুত্ব তুলে ধর।


7 [What do you mean by transport route? Write down the importance of rail and water transport route.]


১৭। কেন্দ্রীয় স্থানতত্ত্ব অনুযায়ী বসতির ক্রমোচ্চ শ্রেণি বিভাজন বর্ণনা কর। [Describe the hierarchical classification of settlement according to central place theory.]


উত্তর আসছে........

Post a Comment

0 Comments