পড়া মনে রাখার ৫ টি সহজ কৌশল

 

পড়া মনে রাখার ৫ টি সহজ কৌশল বা পড়া মনে রাখার গোপন রহস্য 






১. পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করাঃ





অনেকেরই ধারণা সারাদিন-সারারাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সবসময়ই আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিন্তু গবেষণা করে দেখা গেছে বিকেলের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়।






.নিদিষ্ট পরিমাণ ঘুমানোঃ


বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ব্রেইন যেকোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়ালেখা মনে রাখার জন্য লেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমানো জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টার মত ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। 



৩.পড়তে বসার পুর্বে ১০ মিনিট হাঁটাঃ




পড়ার টেবিলে বসার পুর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

 ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে ১০ মিনিট হাটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় ১০ শতাংশ পরিমাণ বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা। 



৪.পড়ার প্রতি মনোযোগ আকর্ষণঃ

 যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতীব জরুরি। এতে পড়া সহজেই মনে থাকবে। পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে হবে। তা-না হলে পড়া মনোযোগ নষ্ট হতে পারে। পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতি  তে রুপান্তরিত হয়ে যায় এবং দীর্ঘস্থায়ী হয়।






 ৫.বেশি বেশি পড়া ও অনুশীলন করাঃ


 আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতি গুলো কে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতি তে পরিণত করে, যখন তা বারবার ইনপুট দেয়া হয়। বারবার ইনপুট দেয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে।

 তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা, পড়া মনে রাখার অন্যতম উপায়।





ধন্যবাদ পোস্ট টি মনোযোগ সহকারে পড়া ও দেখার জন্য। আমাদের অন্যান্য পোস্ট গুলি দেখবেন আরও জ্ঞান বাড়বে আপনাদের। নিয়মিত আমাদের Biddan24 ওয়েবসাইটের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।



 

Post a Comment

0 Comments