জ্ঞান বৃদ্ধি, কাজ সহজ হওয়া ও বরকত লাভ হওয়ার আমল
১. দুরুদ শরীফ
صلى الله عَلى النَّبِيِّ الْأُمِّي ছল্লাল্ল-হু 'আলান নাবিয়্যিল উম্মিয়্যি । অর্থ: আল্লাহ তা'আলা উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন।
২. আল্লাহ তায়ালার পবিত্রতা ও প্রশংসা এবং নিজের অজ্ঞতা ও অক্ষমতা প্রকাশের দু'আ سُبْحَانَكَ لا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ الْحَكِيمُ
সুবহা-নাকা লা-ইলমা লানা ইল্লা- মা- 'আল্লাম- তানা-ইন্নাকা আনতাল আলী-মুল হাকীম। অর্থ: (হে আল্লাহ!) আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি । তুমি আমাদেরকে যে ইলম (জ্ঞান) শিখিয়েছ তা ছাড়া আমাদের কোনো ইলম নেই। নিশ্চয় তুমি সমস্ত ইলম ও হিকমতের অধিকারী।
(সূরা বাকারা, আয়াতঃ ৩২)।
৩. ইলম (জ্ঞান) বৃদ্ধির দু'আ
رَبِّ زِدْنِي عِلْمًا.
রব্বি যিদনী ইলমা
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও ।
(সূরা ত্বহা, আয়াত: ১১৪)
৪. কাজ সহজ হওয়ার দু'আ اللَّهُمُ يَسِّرُ لَنَا أَمُورَنَا
আল্ল-হুম্মা ইয়াসসির লানা- উ-না- অর্থ: হে আল্লাহ! আমাদের কাজসমূহ সহজ করে দিন।
৫. কাজ সহজ ও সুন্দরভাবে সমাপ্ত হওয়ার দু'আ رَبِّ يَسِّرُ وَلا تعسر وثم بالخير
রব্বি ইয়াসসির ওয়া লা-তু আসসির ওয়া তাম্মিম বিল খই-র অর্থ: হে আমার প্রতিপালক! তুমি সহজ করো, কঠিন করো না এবং সুন্দরভাবে পরিপূর্ণ ও সমাপ্ত করো
৬. সকল বিষয়ে আল্লাহ যথেষ্ট হওয়ার দু'আ حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِبْل - نِعْمَ الدولي وَنِعْمَ النَّصير
হাসবুনাল্ল-হু ওয়া নি'মাল ওয়াকী-ল (সূরা আল ইমরান, আয়াত: ১৭৩) নি'মাল
মাওলা ওয়া নিমান নাছী-র ।
(সূরা আনফাল, আয়াত: ৪০)
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, উত্তম অভিভাবক 'ও উত্তম সাহায্যকারী।
৭. দুরুদ শরীফ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ছল্লাল্ল-হু 'আলাইহি ওয়া সাল্লাম । অর্থ: প্রিয় নবীর প্রতি রহমত ও শাস্তি বর্ষিত হোক।
প্রকাশনায়: জামিয়াতুস সুন্নাহ, দক্ষিনকান্দি, বাহাদুরপুর, শিবচর, মাদারীপুর।
0 Comments