ভূগোল ব্যাবহারিক পরীক্ষার খুটিনাটি


পরীক্ষকদের প্রতি নির্দেশাবলি


2।।১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর ভূগোল ও 



পরিবেশ বিষয়ের অনার্স ১ম বর্ষের ব্যাবহারিক ১ পরীক্ষার পূর্নমান -৭৫ এবং ক্রেডিট ৩ হবে।


   প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট দু'দিনে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। প্রথম দিন (পূর্ণমান ৫০, সময় ৬ ঘন্টা)

অন্ত ভুক্ত পাঠ্যসূচি ।



 Section-1 (Marks-20), Section 11 (Marks-20), Section III (Marks-10) দ্বিতীয় দিন। (পূর্ণমান-২০, সময়-৬ ঘণ্টা) অন্তর ভুক্ত   পাঠ্যসূচি।



 (i) নোট-বুকস 

(মার্ক ১০), 



(ii) মৌখিক পরীক্ষা (মার্কস--২০),



 (iii) মাঠকর্ম প্রতিবেদন (মার্ক ১০)।



 প্রথম দিনের প্রশ্নের ধরন হবে নিম্ন নম্বর বণ্টন ও প্রশ্নের কাঠামো ঠিক রাখতে হবে)।


 Section 1 Canography সেকশনে মোট ১, ২, ৩) থাকবে। পরীক্ষার্থীদের Section-1 থেকে ১নং প্রশ্ন (আবশ্যিক)সহ মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণ শূন্যস্থানে তথ্য, ভৌগোলিক উপাত্ত ও মানচিত্র সরবাহ করবেন )


Section II-: Application of Cartographic Techniques on Various Statistical Data এই অংশে মোট চারটে  প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীগন ৮ নাম্বার  প্রশ্নসহ মোট তিনটি প্রশ্নের উত্তর দিবে।



 Section III:- Identification of Rocks and Minerals: এই অংশে মোট তিনটি প্রশ্ন থাকবে ।( ০৯. ১০ ও ১১) থাকবে। পরীক্ষার্থী ১১ নং প্রশ্নসহ মোট ২টি প্রশ্নের উত্তর দিবে। অন্তঃপরীক্ষক ও


বহিঃপরীক্ষকগণ ৭/৮টি শিলা খনিক্যের সমন্বয়ে প্রতিটি ট্রে ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে সরবরাহ করবেন।


দ্বিতীয় দিন। ২৫ নম্বর (আবশ্যিক)


১২। ল্যাব নোট-বুক (মার্কস-১০)


১৩। মাঠকর্ম প্রতিবেদন মূল্যায়ন (মার্কস-১০)


১৪। ল্যাব - মৌখিক পরীক্ষা (মার্কস-৫)


নম্বর বণ্টন মোট নম্বর


১ম দিন ২য় দিন।


বহিঃপরীক্ষক ও অভ্যন্তরীণ পরীক্ষকগণ উত্তরপত্র, মাঠকর্ম, ল্যাব নোট-বুক ও ল্যাব। মৌখিক পরীক্ষা যৌথভাবে মূল্যায়ন করবেন। অভ্যন্তরীণ পরীক্ষতের ব্যবস্থাপনায় অন-লাইনে নম্বর প্রদানপূর্বক Print out-এ বহিঃপরীক্ষকগণ ও অভ্যন্তরীণ পরীক্ষকগণ যৌথভাবে স্বাক্ষর করবেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং উপকরণ অভ্যন্তরীণ পরীক্ষকগণ তৈরি ও মজুদ রেখে সরবরাহ


করবেন এবং সেগুলো ল্যাব নোট বুক থেকে ভিন্ন হবে।


সরবরাহকৃত উপাত্তসমূহ সাম্প্রতিক সময়ের ভৌগোলিক উপাত্ত হতে হবে। বাংলাদেশের বা এর যে কোনো অংশের মানচিত্র সরবরাহকৃত মানচিত্র হিসাবে ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।। বিদ্রঃ-নমুনা প্রশ্ন সম্বলিত এ নির্দেশনাপত্র কোনোভাবেই পরীক্ষার্থীদের দেখানো


করা যাবে না।













Post a Comment

0 Comments