আসসালামু আলাইকুম কেমন আছো সবাই, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো ইনশাআল্লাহ।
আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমরা তোমাদের মাঝে শেয়ার করবো এইচএসসি তে ভর্তি হতে কি কি লাগে,সেই বিষয় সমূহ নিয়ে আমাদের এই ব্লগ টি সাজানো হয়েছে।
তো আর দেরি কেনো এখনি চলে যায় মূল পয়েন্টে, "♥♥☞
এইচএসসি তে ভর্তি হতে কি কি লাগে?
এইচএসসিতে ভর্তি হতে পাঁচ জিনিস লাগে।
১.মার্কশিট,
২.প্রশংসাপত্র,
৩.রেজিষ্ট্রেশন কার্ড,
৪.নিজের পাঁচ র্ফোট সাইজের রঙ্গিন ছবি।(২ কপি)
৫. টাকা (২০০০)
♦মার্কশিট ♦ ও ♦প্রশংসাপত্র♦
তুমি স্কুল থেকে তোমার প্রধান শিক্ষকের কাছে থেকে মার্কশিট ও প্রশংসাপত্র নিয়ে আসবে ভর্তি হওয়ার দুই-তিন দিন আগে ।
ওখানে স্যার [১০০-২০০+] টাকা নিবে তোমাদের কাছ থেকে ।
♦মার্কশিট ♦ ও ♦প্রশংসাপত্র♦স্কুল থেকে এনে দুই দুই ফটো কপি করে নিয়ে যাবে কলেজে।
অরিজিনাল কপি নিয়ে যাবে তোমরা, অরিজিনাল কপি ও লাগবে।
♥রেজিষ্ট্রেশন কার্ড,♥
তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের দুইটি ফটো কপি নিয়ে যাবে। সাথে অরিজিনাল কপি নিয়ে যাবে কারন এটা লাগতে পারে। ফটো কপি অবশ্যই করবে দুইটি এটার।
♥নিজের পাঁচ র্ফোট সাইজের রঙ্গিন ছবি।(২ কপি)♥
নিজের পাঁচ র্ফোট সাইজের রঙ্গিন ২ কপি ছবি তুলে নিয়ে যাবে কলেজে।
ছবি অবশ্যই মার্জিত জামা পরে তুলবে। কখনোই টিশার্ট বা গেঙ্গি পরে তুলবে না। ফুল হাতা জামা পরে মার্জিত ছবি তুলবে দোকান থেকে অথবা তুমি নিজে ও মোবাইল দিয়ে ছবি তুলে দোকানে গিয়ে রঙ্গিন ২ কপি ছবি বের করতে পারো।
ছবি অবশ্যই ৫ র্ফোট সাইজের হতে হবে।
☞কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে? ♪♦
কলেজে ভর্তি হতে সবার ২০০০ টাকা নিয়ে যাবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ১৮৫০+ টাকা লাগতে পারে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৬৬০+ টাকা লাগতে পারে।
বানিজ্য বা কমার্স বিভাগের শিক্ষার্থীদের ১৭০০+ টাকা লাগতে পারে।
এছাড়া তুমি তোমার সুবিধার জন্য তোমার শিক্ষিত বড় ভাই বা বোন কে নিয়ে যেতে পারো তোমার ভর্তির ফর্রমের তথ্য পূরণ করার জন্য।
তথ্য টি তোমাদের বন্ধু-বান্ধবের নিকট বেশি বেশি শেয়ার করো আরো যাতে তাদের ও উপকার হয়, তারা সঠিক তথ্য জানতে পারে এমন কি ভর্তির দিন তাদের ভুগান্তে না পরতে এইজন্য।
আরও বিস্তারিত তথ্য আসছে.........
0 Comments