ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি শেখার সহজ উপায়


ইংরেজি শেখার সহজ উপায়

বিসমিল্লাহির
রহমানির রহিম


আসসালামু আলাইকুম আশা করি তোমরা


সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো।


আমরা ও অনেক ভালো আছি


আলহামদুলিল্লাহ।


আজকে আমাদের বিষয় হলো, "ইংরেজি


শেখার সহজ উপায় "


Text:  বন্ধুরা আজকের জামানায় যেমনি শিক্ষিত 


জাতি সাড়া চলা বুদ্দিমানের কাজ নয়, তেমনি


ইংরেজি না শেখাটা ও বুদ্ধিমানের কাজ নেয়।


একটা জাতি তখনই উন্নতি লাভ করে, যখন তার


সমাজ শিক্ষিত থাকে। অপরদিকে যে জাতি


ভালো ইংরেজি জানে, সেই জাতির জন্য বর্তমান


বিশ্বে চলাচল সহজ হয়ে যায়।


সো, আমরা সকলেই সুন্দর ভাবে ইংরেজি শিখব।


ইংরেজি শেখার সহজ উপায়


১. তোমাকে প্রথমেই ইংরেজি শেখার আগ্রহ


থাকতে হবে।


২.তোমার ইংরেজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে


হবে। A টু Z   ধারনা থাকতে হবে।


৩.কখনো ও  সহজ পড়াকে অবহেলা করবে না।


৪.এটি এম স্যারের," জিরো টু হিরো " বইটা


পড়তে পারো।


৫. Spoken ইংলিশ ভালো ভাবে ট্রাই করবে।


৬.বন্ধুদের সাথে সব সময় ইংরেজিতে কথা বলার


চেষ্টা করবে।


৭.কখনো হতাশ হবে না।


উদাহরণ ;


যে রহিম পারে আর আমি মনে হয় কখনো


পারবো না।


নিজের মনোবল শক্ত করো, যে


বিঃদ্রঃ পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো।


পোস্ট টি পড়ে শুধু অনুপ্রেরণা পাবে, কিন্তুু

ইংরেজি তোমাকেই শিখতে হবে।

করিম  যেহেতু পারে আমি ও তাহলে পারবো


আরো পড়ুনঃ


Post a Comment

0 Comments