স্বাধীন বাংলাদেশের গনঅভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ২০২১

স্বাধীন বাংলাদেশের গনঅভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ২০২১



বিষয় কোড: 211501


(স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস)


সময়—৪ ঘণ্টা


পূর্ণমান ৮০


(দ্রষ্টব্য: প্রতিটি বিভাগ হতে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতে হবে।]


ক বিভাগ


(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)


মান—–১x১০=১০


১। (ক) বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?

[What is the oldest specimen of Bengali Literature?]

উত্তরঃ চর্যাপদ

 (খ) ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' কে উত্থাপন করেন?

[Who proposed the historical 'Lahore Resolution ? ] 

উত্তরঃ একে ফজলুল হক।

(গ) কার নেতৃত্বে ‘তমদ্দুম মজলিশ' গঠিত হয়?

[Under whose leadership was 'Tamuddum Mazlish' formed?] 

উত্তরঃ অধ্যাপক আবুল কাসেম। 

(ঘ) যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল?

[How many political parties were in United Front?] 

উত্তরঃ ৪ টি।

(ঙ) ছয়দফা কর্মসূচি কে পেশ করেন?

[Who proposed Six Points Demand? ]

উত্তরঃ শেখ মুজিবর রহমান। 


(চ) আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?

[How many convicts were there in Agortola Conspiracy Case?]

উত্তরঃ ৩৫ জন।( বঙ্গবন্ধু সহ) 

(ছ) কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? [On which date Genocide Day observed ? ]

 উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ।

(জ) মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

[Where was the Mujibnagar Government formed?] 

উত্তরঃ মেহেরপুরের বদ্রনাথতলার আম্রকাননে।


(ঝ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

[Bangladesh was divided into how many sectors during the War of Liberation? ]

উত্তরঃ ১১ টি।

(ঞ) ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

[When did India recognize Bangladesh?]

উত্তরঃ ১৯৭১ সালের ০৬ ডিসেম্বর। 



(ট) মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন? [How many freedom fighters got the highest award for gallantry in the War of Liberation?]


(ঠ) বাকশাল এর পূর্ণ শব্দরূপ কী?

[What is the elaboration of BAKSAL?]

উত্তরঃ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 


খ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)


মান—৪x৫= 20


২।বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কী জান?


[What do you know about the origin of the name of Bengal?]


৩।'দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।


[Discuss the 'Two-nation' theory.]


8।হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর পরিচয় দাও। [Introduce Huseyn Shaheed Suhrawardy.]


৫।মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝ ?


[What do you mean by Basic Democracy?] 

৬।সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ ।


[Briefly write down the characteristics of military rule.] ৭। ৬-দফা আন্দোলনকে কেন বাঙালির 'ম্যাগনাকার্টা' বলা হয়?


[Why is Six-Point Movement called the 'Magnacarta' of the Bangalees ? ] 

৮। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? ৮।


[What was the aims and objects of the mass upsurge of 1969?]

 ৯।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লেখ ।


[ Write a short note on Bangabandhu's return to homeland.]


গ বিভাগ


(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)


মান—১০x৫=৫০


১০। বালাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনধারায় ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর। [Discuss the impact of geography on the socio-economic life of the people of Bangladesh.] 

১১। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর ।


[Explain the background of the formation of Awami Muslim League.]


১২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর। এর ফলাফল কী হয়েছিল? [Discuss the background of the formed of United Front in 1954. What were its results?]


১৩। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা কর । [Give an account of the various disparities between East and West Pakistan.]


১৪। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা কর। [Discuss the results and importance of the election of 1970.]


১৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা কর। [Discuss the role of India in the War of Liberation of Bangladesh.]


১৬। মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর। [Discuss the contributions of the women in the War of Liberation.]


১৭। যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর। [Describe the steps taken by Bangabandhu's Government to reconstruct the war-ravaged country.]

Post a Comment

0 Comments