না পড়ে পরীক্ষায় পাশ করার উপায়.na pore pass korar upay - Biddan24


না পড়ে পরীক্ষায় পাশ করার উপায়
চিত্রঃ না পড়ে পরীক্ষায় পাশ করার উপায়
বিসমিল্লাহির রহমানির রহিম 





আসসালামু আলাইকুম, 






প্রিয় ভিজিটর শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই মহান রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছেন।



আলহামদুলিল্লাহ আমরা ও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। 

আজকে আমাদের বিষয় হচ্ছে, "না পড়ে পরীক্ষায় পাশ করার উপায় "।



টাইটেলটি শুনতে তোমাদের সকলের অবাক লাগছে! ভাবছো না পড়ে পরীক্ষায় আবার পাশ করা যায়নি??? এমন কিছু পদ্ধতি শিক্ষা জগতে আছে যা তোমরা অনেকে জানো না! 





আজ আমরা সে সকল পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি তোমাদের মধ্যে শেয়ার করবো।যা তোমাদের বাসায় না পড়ে ও পরীক্ষায় পাশ করতে সাহায্যে করবে। 

উপায় টি হলো খুবই সিম্পল যা আমরা অনেকে জানি,কিন্তুু বুঝতে ও ধরতে পারি না।উপায় টি হলো নিয়মিত স্কুল, কলেজ যাওয়া৷



যে শিক্ষার্থী নিয়মিত স্কুল ও কলেজে যাবে এবং শিক্ষকদের টিপর্স খুবই মনোযোগ সহকারে শুনবে। 
সেই শিক্ষার্থী আর যাইহোক ফেল করবে না।

কারন পাশ করার জন্য এত ধামা ভরে পড়ার দরকার নেই, জাস্ট শিক্ষকদের টিচিং কথা গুলো মনোযোগ সহকারে শুনলেই এ্যানাফ। 
অতি বেশি পড়ার দরকার নেই। 

তবে যারা ক্লাসে নিয়মিত যাবে আবার বাড়িতে ক্লাসের পড়া পড়ে স্কুল ও কলেজে যাবে তারা শুধু পাশ নয় বরং ভালো রেজাল্টই করবে ইনশাআল্লাহ। 




পৃথিবীতে এমনই কিছুই নেই যা একা থেকে হয়ে যায়।


সব কিছুর পাছে চেষ্টা ও শ্রম দিতে হয়। তেমনি ভাবে না পড়ে ও পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। তবে কিছুটা ট্রিক খাঠালে পাশ করা তখন সহজ হয়ে যায়। 

শিক্ষার্থীদের কখনো লেখা-পড়াকে অবহেলা করা উচিত নয়। 
তবে তাদের সর্বদা একটিভ থাকতে হবে। 
তাহলে তোমরা তোমাদের ভবিষ্যত জীবনে ভালো সাফল্য পাবে। 

তোমাদের চেষ্টা করতে হবে,আমাদের আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বার বার কাফেরদের বুঝিয়েছেন ইসলামের সত্য বানী সম্পর্কে কিন্তুু কাফেরাতো বোঝোনই নাই, উল্টা ফিরা নবী কে কষ্ট দিছে।

 কিন্তুু নবী হাল ছেড়ে দেন নাই চেষ্টা করে ধৈয্যধারন করে ঠিকই অনেক কাফের দের আল্লাহর রহমতে ইসলাম গ্রহন করিয়েছেন। 
তিনি মূলত কোনো কিছুকেই অবহেলা করতেন না।
তাই তিনি সাফল্য অর্জন করেছেন। 





তাই আমাদের ও সর্বদা সবাই ভালো কাজ চেষ্টা করতে হবে।কারণ বার বার চেষ্টায় সাফল্য আসবেই। 

পাশ করার জন্য অত চিন্তা করতে হয়না, জাস্ট একটু ভালো ফলাফল আশা করলে এমনিতেই অটোমেটিক পাশ হয়ে যায়। 



তোমরা প্রতিটি শিক্ষার্থী শুধু যদি নিয়মিত স্কুল -কলেজে যাও এবং প্রতিদিন স্যার দের একটি লেকচার শুনো পড়া শুনো, তাহলে দিনে ০১ টা সপ্তাহে ০৭ টা, এবং মাসে ৩০ টি শব্দ বা লাইন,  ০৬ মাসে  ৩০×৬=১৮০ টি শব্দ ও ৩৬৫ দিনে ৩৬৫×১=৩৬৫ টি শব্দ বা লাইন শিখে যাবে। 


জাস্ট পাশ করার জন্য এতটুকুই যথেষ্ট। 



আর যদি এর থেকে একটু ভালো ফলাফল বা রেজাল্ট করতে চাও তাহলে অত্যান্ত পক্ষে, "প্রতিদিন যে ক্লাস গুলো করবে সেই বিষয় গুলো শুধু বাসায় ফিরে সন্ধার সময় শুধু চোখ বুলাবে বইয়ের রেগুলার পড়ার সাথে। 



জাস্ট তোমাকে চোখ বুলালেই হবে পড়া মুখস্থ করতে হবে না। ♥️ 

 তুমি শুধু রেগুলার পড়া গুলো চোখ বুলাবে, এবং ধারণা নিবে তাহলেই হবে। 



তাহলে শুধু পাশ নয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। 


টিপস পয়েন্টঃ সকল শিক্ষার্থী একটা কথা মনোযোগ সহকারে শোনো সবাই ভালো রেজাল্টের জন্য ধামাভরে পড়ার দরকার নাই। 



জাস্ট তুমি নিয়মিত পড়ো, সেটা হতো পারে দৈনিক  ০১ পাতা, তাহলে মাসে হয় ৩০ পাতা বছরে হয় ৩৬৫ পাতা। 


তাহলে এভাবে পড়লে ও তোমার আর বইয়ের অধ্যয় শেষ করার তো কোনো বাকি থাকে না।

তোমায় যে পড়া নিয়মিত হতে দিবে না সেটা ☞♦

তোমার একদিনে," ২০- ৩০ পেজ বা পাতা পড়ার দরকার নাই, " তুমি নিয়মিত ০১ পেজ বা পাতা পড়ো তাহলে ১২ মাস শেষে ৩৬৫ পাতা পড়া শেষ হবে।



আর তুমি যদি একদিনে ৩০ পাতা পড়লে বাকি ০১ থেকে দেড় মাস বইই ধরলে না,  তাহল বছর শেষে দেখা যাবে তোমার সেই ৩৬৫ পাতা ও শেষ হবে না। 


আরেকটা পয়েন্ট মনোযোগ সহকারে শোনো সবাইঃ☞♥  

 পড়ালেখা কিন্তু তোমার নিজের ভিতরেই,  তোমাকে বলে কয়ে, বা জোর করে কেউ পড়াতে পারবে না, সেটা মা - বাবা যে-ই  হোক। 


তোমার নিজের ইচ্ছা না থাকলে তোমার মা - বাবা পাড়া প্রতিবেশী কেউই তোমাকে পড়াতে পারবে না।



তখন যেটা হবে সেটা দেখা যাবে হিতে বিপরীত হবে। জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না,  তেমনি জোর করা ও পড়ালেখা করা বা পাশ করা বা ভালো রেজাল্ট করা, কোনটায়ই সম্ভব নয়। 


তাই নিয়মিত বইয়ের পড়ায় একটু ফোকাস দেয় ও তাহলেই হবে ইনশাআল্লাহ, সহজেই পাশ করে যাবে, 🥰।


আর যাদের একটু ভালো রেজাল্ট করা দরকার তারা নিয়মিত ফোকাস দেওয়ার পাশাপাশি পড়া ও লেখার চর্চা করো তাহলে দেখবে তোমার পড়া মনে থাকবে বেশি। 


একজন বিখ্যাত মনিষী বলেছেন, " ১০ বার পড়া আর ০১ বার লেখা সমানই। 


তাই তোমাকে শুধু পড়লেই হবে না, কিছুটা খাতায় হাত চালানোর ব্যাবস্থা করতে হবে। 

যেটা তোমায় পরীক্ষার সময় কাজে দিবে।

আর কি বলবো শিক্ষার্থী ভাই  ও বোনেরা এইভাবে যদি আমি আগে বুঝতাম তাহলে হয়তো আমিও এখন আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। 
 
উপসংহারঃ

তাই আমরা শুধু উপায় বলে দিতে পারি,পড়ে নয়। আমাদের কনটেন্ট পড়ে দিকনির্দেশনা পাবেন পাশ নয়।পাশ তোমাকে পরিক্ষার খাতায় সঠিক লিখে, পড়াশোনা করেই তবে পাশ করতে হবে। তোমাদের এই লেখা ভালো লাগলে বেশি বেশি শেয়ার ও কমেন্ট করো।




 তোমাদের অনুপ্রেরনায় আরেক টি পোস্ট লিখতে সাহায্য করবে আমাদের সকল কে।so be careful every students. 
ভিডিওতে দেখুনঃ









এ বিষয়ে আরো ভালোভাবে জানতে আমাদের biddan24 .com ওয়েবসাইটের সাথেই থাকুন সবসময় আপনারা। 








খোদা হাফেজ। 

Post a Comment

0 Comments