এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে!

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১

  বিসমিল্লাহির রহমানির রহিম 


২০২২ সালের এইচএসসির শর্ট সেলেবাস।


শিক্ষা মন্ত্রীর মূল্যবান তথ্য অনুসারে, 

এসএসসি পরীক্ষা সেপ্টেম্বরে এবং এইচএসসি পরীক্ষা নভেম্বরে ।  

এসএসসি পরিক্ষা সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ১৫ তারিখে শুরু হবে।এবং এইচএসসি পরীক্ষা নভেম্বরের  প্রথম সপ্তাহে হতে পারে । 


এসএসসি পরীক্ষার রুটিন। 


করোনার জন্য এসএসসি পরীক্ষা ফ্রেবুয়ারিতে নেওয়া সম্ভব না হয়ায় এবং এইচএসসি পরীক্ষা ও

 এপ্রিলে  নেওয়া সম্ভব না হয়ায়।

তাহলে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের প্রমোশন বা পাশ দেওয়া। 


এসএসসি ও এইচএসসি এসাইনমেন্ট 


এসএসসি পরিক্ষার্থীদের ২৪ টি এসাইনমেন্ট ও

 এইচএসসি পরীক্ষার্থীদের ৩০ টি এসাইনমেন্ট করতে

 হবে।


১৮ই জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের 

 এসাইনমেন্ট শুরু হবে।  ১২ সপ্তাহে ২৪ এসাইনমেন্ট 

 করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের। 

তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যত্তিক বিষয়ে সপ্তাহে দুটি করে 

মোট ২৪ টি এসাইনমেন্ট জমা দিতে হবে এসএসসি

 শিক্ষার্থীদের। 


এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহে ৩০ টি এসাইনমেন্ট জমা দিতে হবে 

 

২৬ জুলাই থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষার্থীদের

 এসাইনমেন্ট। 

 গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক  বিষয়ে মোট ৬ টি পত্রে 


(১ম ও ২য়) দুই পত্রেই এসাইনমেন্ট জমা দিতে হবে। 

প্রতি পত্রে  ৫টি এসাইনমেন্ট জমা দিতে হবে। 

এভাবে তাদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হবে। 

বাংলা এবং ইংরেজি আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে

 এসইএসসি পরীক্ষার্থীদের কোনো এসাইনমেন্ট করা

 তৈরি  লাগবে না।  তাদের জেএসসি ও এসএসসি

 পরীক্ষার আলোকে ম্যাপিং করে নাম্বার দেওয়া হবে। 


এসএসসি ও এইচএসসিদের 
 পরীক্ষার নাম্বার ও সময় যেমন হবে


1️⃣ আগে যেখানে ১০ টি প্রশ্ন থাকতো উত্তর দিতে হতো

 ৮টি প্রশ্নের।


2️⃣এখন ও ১০টি প্রশ্ন থাকবে এ-র মধ্যে থেকে ৩ থেকে

 ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। 


3️⃣ অর্থাৎ করোনার কারণে শিক্ষার্থীদের একটু 

 নমনীয়তা দেখানো হবে। 


4️⃣ ৩ ঘন্টার পরিবর্তে দেড় ঘন্টা পরিক্ষা হবে।


5️⃣ ১০০ এর পরিবর্তে ৫০ নম্বরে পরিক্ষা হবে। 


6️⃣ তবে ফলাফল দেওয়ার সময় ৫০ নম্বর কে ১০০ নম্বর

 ধরে হিসাব করে ফলাফল ঘোষণা করা  হবে। 



ঈদেরপরেএইচএসসি
 ফরম পূরণ শুরু হবে 


ঈদের পর এইচএসসি ফরম পূরণ

 শুরু করা হবে। শিক্ষা মন্ত্রী জানান

 অনলাইন ও মোবাইল ব্যাংকিং এর

 মাধ্যমে টাকা নেওয়া হবে ফলে

 শিক্ষার্থীদের শিক্ষা-প্রতিষ্টানে যাওয়া

 লাগবে না।শিক্ষা মন্ত্রী আর বলেন

 যেহেতু কম বিষয়ে পরিক্ষা নেওয়া,

 তাই শিক্ষার্থীদের ফরম ফিলাপ ফ্রি

 বলা টাকা ও কম দেওয়া লাগবে। 


এসএসসি ফরম ফিলাপ ফ্রি


এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের

 বিজ্ঞান বিভাগের জন্য ২৫০০ টাকা

 এবং মানবিক ও ব্যাবসা বিভাগের

 জন্য ১৯০০ টাকা করে ফরম ফিলাপ

 জন্য  নিয়েছে শিক্ষা প্রতিষ্টান।


এসএসসি পরীক্ষা শুরু  সেপ্টেম্বরের ১৫ তারিখে। 

এসএসসি পরিক্ষার রুটিনঃএসএসসি পরিক্ষার সময় সূচি



এবং এইচএসসি পরীক্ষা নভেম্বরে ....  তারিখে শুরু হবে। 

এইচএসসি পরীক্ষার রুটিনঃএইচএসসি পরিক্ষার সময় সূচি

ভিডিওঃ





Post a Comment

2 Comments

  1. কোন বিষয়ে আগে পরিক্ষা হবে আপডেট দেন ভাই

    ReplyDelete
    Replies
    1. পদার্থ বিজ্ঞান ১৪ তারিখে, রসায়ন ১৬ তারিখে, জ্ঞীব বিজ্ঞান ২২ তারিখে নভেম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

      Delete