সংখ্যাতাত্ত্বিক ভূগোল পরীক্ষা ২০১৯


 জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯


বিএসসি অনার্স ৩য় বর্ষ *

 বিষয়: ভূগোল ও পরিবেশ


কোর্স শিরোনাম: সংখ্যাতাত্ত্বিক ভূগোল (Quantitative Geography).


সময় : ৪ ঘণ্টা


কোর্স কোড: ২৩৩২১৩


বিশেষ দ্রষ্টব্য। প্রতিটি বিভাগ থেকে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতে হবে।


পূর্ণমান : ৮০


১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও

১ x ১০ = ১০

ক-বিভাগ


(ক) সংখ্যাতাত্ত্বিক কৌশল ভূগোলে কবে যাত্রা শুরু করে?




উত্তর : উনবিংশ শতাব্দির মাঝামাঝি সময় হতে ভূগোলে সংখ্যাতাত্ত্বিক পদ্ধতির সূচনা হয়।



(খ) পরিমাপন স্কেল কত প্রকার?


উত্তর : যে পদ্ধতিতে বস্তু, অবস্থা, ব্যবস্থা ইত্যাদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পরিমাপ বলে।


(গ) প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটি উত্তর : MD (Mo) = E |x - Mo|/N


(খ) ভেদাঙ্ক কী? 




উত্তর : ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গ। (ও) দুটি স্বাধীন চলকের জন্য সহসম্পর্কের মান কত?


উত্তর : দুটি স্বাধীন চলকের জন্য সহসম্পর্কের মান শূন্য (০) হয়।


(চ) তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র লেখ।


উত্তর: H.M=n/£ 1/x


(ছ) 'ANOVA' কী?


উত্তর : ভেলাস্ক বিশ্লেষণ বা ANOVA একটি পরামাত্রিক পরীক্ষা। বিভিন্ন পরিসংখ্যানগত বিশ্লেষণের ক্ষেত্রে ভেদাঙ্ক বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।


(জ) অগ্রবর্তী জরিপ কী? উত্তর : অগ্রবর্তী জরিপ হলো কোনো গবেষণা কাজের জন্য মূল জরিপ শুরু করার আগে পরিচালিত পরীক্ষামূলক


জরিপ। গবেষণা কাজের সুবিধার্থে স্বল্প পরিসরে প্রাথমিকভাবে এ জরিপ কাজ পরিচালনা করা হয়।


(ঝ) ব্যাংক সহসম্বন্ধের সূত্রটি লেখ।


উত্তর: R=1- 6£d2/N(N2 - 1)


(ঞ) অপরামাত্রিক পরীক্ষণের একটি উদাহরণ দাও উত্তর : গড় বা স্ট্যান্ডার্ড বিচ্যুতি।


(ট) ৫% সংশয় মাত্রা বলতে কী বুঝ?


উত্তর : নিশ্চয়তার মাত্রা ৯৫% হলে সংশয় মাত্রা ৫% হয়।


(ঠ) যথার্থতা সীমা কী?


উত্তর নাস্তিকল্পনা গ্রহণ বা বর্জনের সীমারেখাকে যথার্থতার মাত্রা বলা হয়।


যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও


২। প্রকাশিত তথ্যের উৎস এবং অপ্রকাশিত তথ্যের উৎসের মধ্যে পার্থক্য লেখ।


৩। প্রদত্ত উপাত্ত ব্যবহার করে গণসংখ্যা রেখা ও আয়ত লেখ অক্ষন


খ-বিভাগ


৪ x ৫ = ২০


02-83


শ্রমিকের মজুরি


১১ - ১৭


শ্রমিকের সংখ্যা ৪। ঘরোয়া ক্রিকেট লীগে পাঁচটি ইনিংসে আকাশের রান যথাক্রমে ২৩, ৭৬, ৪৩, ৫২, ৩৮ এবং ফাহিমের রান যথাক্রমে, ৯, ১১০, ০, ১৪, ৯৯। কোন খেলোয়াড় নির্ভরযোগ্য?


। সূঁচলতার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।


৬। নির্ভরণ রেখা কী? ভূগোলে নির্ভরণের ব্যবহার লেখ। ৭। নাস্তি কল্পনা ও বিকল্প কল্পনার উদ্দেশ্য বর্ণনা কর।


উত্তম নমুনায়নের বৈশিষ্ট্য লেখ।




Post a Comment

0 Comments