♦♦ক- বিভাগ ♦♦
১।
(ক)মিশর নীলনদের দান-উক্তিটি কোন গ্রীক পন্ডিতের?
উত্তরঃইতিহাসের জনক হিরোডোটাস।
(খ) সৌরকলঙ্ক কি?
উত্তরঃ সূর্য পৃষ্ঠের যে স্থানগুলোতে তাপমাত্রা কম সে স্থানগুলোতে যে দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে।
(গ)আলমাজেস্ট গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ক্লডিয়াস টলেমি।
(ঘ) গন্ডোয়ানা শিল্ড কোন ভূতাত্ত্বিক সময় কালে সৃষ্ট?
উত্তরঃ ইয়োযোইক বা প্রাক ক্যামব্রিয়ান যুগে।
(ঙ) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।
(চ) ব-দ্বীপ কী?
উত্তরঃ নদীর মোহনায় স্রোতের গতিবেগ কমে যাওয়ায় নদীবাহিত পলি,বালি,কাদা প্রভূতি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ব- দ্বীপ বলে।
(ছ) দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ।
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড ও মিথেন।
(জ) বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ?
উত্তরঃ ভারত মহাসাগরের।
(ঝ)কোন প্রকারের শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
উত্তরঃ পাললিক শিলা।
(ঞ) পৃথিবীর গভীরত মহাসাগরীর খাতের নাম কী?
উত্তরঃ ম্যারিয়ানা খাত।
(ট) বায়োম কী?
উত্তরঃ জলবায়ু ভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বায়োম বলে।
(ঠ) বাংলাদেশ কোন প্রানী ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
উত্তরঃ ওরিয়েন্টাল।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Comments