যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দিবে ক বিভাগ থেকে। 

 

খ বিভাগ হতে যেকোনো ০৫ টি প্রশ্নের উত্তর দিবে। এবং লেখাগুলা যেনো ধারাবাহিক হয়, সেই দিকে খেয়াল  রাখবে।সহজ সাবলীল ও গোছালো লেখায় পরীক্ষার মার্ক ভালো উঠে।

 তাই কখনো পেচিয়ে হাতের লেখা লিখবে না। হোক হাতের লেখা তোমার খারাপ। তাতে কোন সমস্যা নাই, মেন সমস্যা হলো হাতের লেখা যেমনটাই হোক লেখা গুলা লেখবে সুস্পষ্ট।  তাহলে সহজেই স্যাররা তোমার লেখা পড়তে পারবে এবং স্যার মেজাজ ভালো থাকবে, ফলে তুমি মার্ক বেশি পাবে।








বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।