সহজ ডায়াল কোডে জেনে নাও Airtel এর সকল প্রয়োজনীয় তথ্য

এয়ারটেলে ০০ টাকায় দশ বছর টাকা না কাটার কোডঃ*8444*9999#

এয়ারটেল অফার

বিসমিল্লাহির রহমানির রহিম


আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই মহান রাব্বুল আলামীনের রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি।


আজকে আমরা সকলে Airtel প্রয়োজনীয় ডায়াল কোড সম্পর্কে জানবো।


আমরা সকলেই কম বেশি সকল অপারেটরদের সিম ব্যাবহার করি।কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে নাম্বার চেক করতে হয়,কিভাবে সিমের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হয়, ইত্যাদি।

তাই আজকে আমরা সকলেই সকল প্রয়োজনীয় তথ্য জানবো Airtel এর।☞



এয়ারটেল সিমে ৬০ পয়সা কলরেটে ফ্রিতে কথা বলুন,


 সারাজীবন ৩০ দিন মেয়াদে,  নিতে ডায়াল করুন:*121*048#


এটি ডায়াল করলেই তোমার ফোনের এয়ারটেলে সিমে টাকার কলরেট ৬০ পয়সা করে কাটবে ৩০ দিন মেয়াদে। 



যতবার খুশি ততবার কোড টি ডায়াল করে তোমার সিমের কলরেটের সাশ্রয়ী রেট চালু রাখো।


আরও বিস্তারিত জানতে নিচের দিকে সম্পন্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ো।


এয়ারটেলে ০০ টাকায় দশ বছর টাকা না কাটার


কোডঃ*8444*9999#


এই কোড টি ডায়াল করলে তোমার ফোনে এমবি না থাকলে ও ডাটা অন থাকলে সিমের টাকা কাটবে না। 



এই কোড টি ০১ বার ডায়াল করলে ১০ বছর পযন্ত ডাটা অন করে রাখলে ও টাকা কাটবে না। 





এয়ারটেল সিমে এমবি দেখে কিভাবে? 06এমবি=https://bdairtel.page.link/7r1pQvMkWbLzcaGA9


♦অ্যাকাউন্ট ব্যালেন্স চেক  *১# অথবা *৭৭৮#


♦নিজের নম্বর জানতে   *২#


এয়ারটেল ৪৫ পয়সা কলরেট ৩০ দিন মেয়াদের কোডঃ 

*212*2#



এয়ারটেল এমবি চেক 2020, 2021,2022


♦ইন্টারনেট ব্যালেন্স চেক

    *৩#অথবা*৮৪৪৪*৮৮#


♦ইন্টারনেট প্যাক কিনতে  *৪#


♦ইন্টারনেট সেটিংস রিকোয়েস্ট করতে *৫#


♥মিনিট প্যাক কিনতে *০#


♦মিনিট ব্যালেন্স চেক করতে *২২২*২# অথবা    

  *২২২*৮#


♦সকল VAS সার্ভিস বন্ধ করতে *৯#


♦সব সার্ভিস দেখতে  *১২১#


বোনাস টিপস্  ➤


আপনারা অনেকেই এমবি কেনেন কিন্তু ধরুন ১জিবি আছে মেয়াদ ৩ দিন এমন অবস্থায় অফার আসলো ৫ জিবি ৩৫ টাকা যার মেয়াদ ৩০,।কিন্তু এখন আপনি কিনলেন, তারপর দেখলেন ৩০ দিনের মেয়াদের অফারটি আগে ফুরাইতেছে, এখন আপনি অনেক দুশ্চিন্তায় আছেন ১ জিবি কিভাবে ফুরাবো মেয়াদতো চলে যাইতেছে কিভাবে এটা আগে ফুরাবো তখনই  এই কোড ডায়াল করবেন,

*3# 

চেক তারপরে অপশন নাম্বার ১ অথবা ২ 

ডায়াল তারপর অপশন নাম্বার 1

1. temporary stop plan

 okay হয়ে গেল।


এবার প্লান চালু করার পালা।

ডায়াল *৮৪৪৪# 

তারপর ডায়াল ২ নাম্বার অপশন 

2.Manage existing plan(s)

তারপর ডায়াল ১ নাম্বার অপশন 

1. Activate plan 

তারপর ডায়াল ১ নাম্বার অপশন 

1. Review plan


Airtel  সিমে ১জিবি বোনাস পাওয়া যায় কিভাবে 


এখন এয়ারটেল অ্যাপ থেকে রেফার করে বা অ্যাপ নিচের নিয়মে লিংকে ক্লিক করে ও ১জিবি থেকে ৫০০ এমবি বোনাস নিয়ে নিন,

১ জিবি ফ্রিতে নিনঃ১ জিবি ফ্রিতে নিয়েই নিন


১ জিবি ফ্রিতে নিন

লিংকে ক্লিক করে অ্যাপ ইন্সটল করে তোমার এই অপশনটা আসবে তখন তুমি 

 নতুন এয়ারটেল সিমে বোনাস নিতে ক্লিক করুনঃবোনাস নিয়ে নিন
কিভাবে এয়ারটেল সিমে রেফার করতে হয়



তোমার এয়ারটেল নাম্বার টা বসাবে। তারপরে Sign in UsingOTP লেখা তে ক্লিক করবে।
কিভাবে এয়ারটেল সিমে রেফার করতে হয়



এবং দেখবে যে ছয় সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে যা তোমরা বসাবে।এবং  কিছুক্ষণ পর দেখবে যে তুমি ১ জিবি বোনাস পেয়ে গেছো।


এয়ারটেল নতুন সিমের অফার ২০২২-২০২৩

এয়ারটেলে নতুন সিমে কোড ডায়াল করে ১৯ টাকায়  2GB  ইন্টারনেট নিতে ডায়াল করুনঃ

 *121*887# 

কোডটি ডায়াল করে ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ ৭ দিন প্রতি ১৫ দিন পর আপনি কোডটি ডায়াল করে ২ জিবি ইন্টারনেট নিতে পারবেন। 

প্রতি মাসে অফারটি দুই বার নিতে পারবেন।


এয়ারটেলে কোড ডায়ালে ৪৮ পয়সা মিনিট 


এয়ারটেলে কোড ডায়াল করে ৪৮ পয়সা অফার নিন ৭ দিন মেয়াদের জন্য যত খুশি ততই বার ডায়াল করবে আর ৪৮ পয়সা মিনিটের মেয়াদ বাড়িয়ে নিবে।


৪৮ পয়সা অফার পেতে ডায়ালঃ*121*048#

কোডটি ডায়াল করার সাথে সাথে আপনি ৪৮ পয়সা মিনিটে যেকোনো নাম্বারে কথা বলতে পারবে।


এয়ারটেলে কোড ডায়ালে ৪৫ পয়সা মিনিট 




এয়ারটেলে  *212*45# ডায়াল করে আপনি রির্চাজ ছাড়া ৪৫ পয়সা কলরেট উপভোগ করতে পারবেন।

এই অফারটি তারাই পাবে যারা ুএয়ারটেল SpecialRate অফারের আওতাভুক্ত হবে।


তারাই শুধু অফারটি পাবে।আপনি ও কোড টি ডায়াল করতে পারেন, আপনি যদি ঐ অফারের আওতাভুক্ত হন তাহলে আপনি ৪৫ পয়সা মিনিটে কলরেট উপভোগ করতে পারবেন। 


এয়ারটেলে কোড ডায়ালে ৫৪ পয়সা মিনিট। 

এয়ারটেলে ফ্রি রেট কাটার ঃ ৫৪পয়সা মিনিট। 

মেয়াদ ৩০ দিন।

কোডঃ*123*54#






ধন্যবাদ  পাঠক-পাঠিকা ভাই ও বোনেদের। 


Live chat Airtel:https://www.bd.airtel.com/en/personal/support/customer-care/contact-us

বিঃদ্রঃ 

এই লেখা পড়ে আপনাদের উপকার হলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো এবং আমাদের Biddan24.com সাইটের সাথেই যুক্ত থাকো।   আপনাদের উপকার আমাদের এই সাইটের কাম্য।


টেলিটকে লাইভ চ্যাট করুনঃhttps://teletalk.com.bd/bn/others/contact-us






Post a Comment

1 Comments

  1. আমি কিভাবে এসএমএস ও মিনিট চেক করবো এয়ারটেলে

    ReplyDelete